আগে দুবেলা মাংস খেতাম, এখন সব ছেড়ে নিরামিশাষী হয়ে গিয়েছি, গোমাংস বিতর্ক নিয়ে সাফাই বিবেকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় এখন নতুন ট্রেন্ড গোমাংস বিতর্ক (Beef Controversy)। ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের সময়েই রণবীর কাপুরের (Ranbir Kapoor) একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে গোমাংস খাওয়া নিয়ে মন্তব‍্য করতে শোনা গিয়েছিল। নিজেকে ‘বিফপ্রেমী’ বলে দাবি করেছিলেন রণবীর। তারপরেই বাঁধে গণ্ডগোল। অভিনেতার বিরুদ্ধে সোচ্চার হয় বয়কটপন্থীরা। এমনকি মহাকাল মন্দিরে ঢুকতেও দেওয়া হয়নি রণবীর আলিয়াকে।

পালটা কিছুদিন পর ভাইরাল হয় ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিতর্কিত ভিডিও। সেখানে তাঁকে সদর্পে দাবি করতে দেখা যায় গোমাংস ভক্ষণের কথা। পুরনো সাক্ষাৎকারের ভিডিওতে বিবেক অগ্নিহোত্রীকে বলতে শোনা গিয়েছিল, “সেরা গোমাংস কোথায় পাওয়া যাবে সেটা আমি লিখেছি। আমি অনেক কিছু লিখেছি। আমি তখনো এটা খেতাম, এখনো এটা খাই। আমার জীবনে কোনোকিছুই বদলায়নি।”


ভিডিওটি শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। জনৈক নেটনাগরিক লিখেছিলেন, ‘ওরা কখনো বিবেক অগ্নিহোত্রীর এই ভিডিওটা দেখাবে না যে নিজেও একজন গোমাংস প্রেমী। আর সেটা তাঁর ব‍্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এটা তো ওদের উদ্দেশ‍্যর সঙ্গে মিলবে না। কিন্তু আপনারা এই ধরণের মানুষদের থেকে দূরে থাকুন, টিকিট কেটে হলে গিয়ে ব্রহ্মাস্ত্র দেখুন।’

সম্প্রতি রণবীরের ওই বিতর্কিত ভিডিওর প্রসঙ্গ তুলে অভিনেতা এবং আলিয়া ভাটকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে প্রবেশে বাধা দেয় বজরং দল। এবার বিবেক অগ্নিহোত্রীর মন্দির দর্শনের একটি ছবি শেয়ার করে পালটা প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা, ইনিও তো বিফ প্রেমী। একে মন্দিরে ঢুকতে দেওয়া হল কেন?

 

বিতর্ক শুরু হতেই মুখ খোলেন বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে তিনি সাফাই দেন, আগে দুবেলা মাংস খেতেন, ধূমপান করতেন। কিন্তু এখন সে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন তিনি। এখন তিনি সাত্বিক ভোজন করেন। অর্থাৎ সম্পূর্ণ নিরামিষাশী হয়ে গিয়েছেন বিবেক। যদিও তাঁর এই সাফাই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটনাগরিকরা।

X