বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর জয়জয়কার সর্বত্র। অথচ অন্য বলিউড ছবির মতো এর প্রচার হয়নি। প্রথম সারির বলিউড তারকারা বড় মুখ করে প্রশংসা করেননি ছবির। কিন্তু ছবি ও নির্মাতাদের বাহবা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করে দেওয়া হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। গেরুয়া শিবিরের কর্মীরা দল বেঁধে ছবি দেখতে যাচ্ছেন এবং অন্যকেও উৎসাহ দিচ্ছেন।
কিন্তু ধন্যবাদ জানানোর বদলে তেলে বেগুনে জ্বলে উঠলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। হরিয়ানার রেওয়ারিতে এক বিজেপি নেতা বিনামূল্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখানোর ব্যবস্থা করেছেন। সম্ভবত ছবির প্রচারের জন্যই এই ব্যবস্থা।
খবর পাওয়া মাত্রই ক্ষেপে লাল পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সরাসরি হরিয়ানার মুখ্যমন্ত্রীকে সতর্ক করে একটি টুইট করেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, এভাবে বিনামূল্যে দ্য কাশ্মীর ফাইলস দেখানো একটা ফৌজদারি অপরাধ। ছবির টিকিট কিনে দেখাটাই আসল জাতীয়তাবাদ। পরে অবশ্য বিবেককে আশ্বাস দেওয়া হয় যে ছবিটি আর বিনামূল্যে দেখানো হবে না।
মুক্তির পর মাত্র আট দিনে ১১৬ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে দ্য কাশ্মীর ফাইলস। জানা যাচ্ছে, শুক্রবার ১৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর আগে দঙ্গল ছবিটির রেকর্ড ছিল অষ্টম দিনে ১৮.৫৯ কোটি টাকা ব্যবসার। কিন্তু সেই রেকর্ডকেও এবার ভেঙে দিল দ্য কাশ্মীর ফাইলস।
শুরুটা মাত্র সাড়ে তিন কোটি টাকা দিয়ে করেছিল দ্য কাশ্মীর ফাইলস। দ্বিতীয় দিন থেকে ব্যবসা বাড়তে থাকে এই ছবির। গত ১১ মার্চ মুক্তি পেয়েছেন দ্য কাশ্মীর ফাইলস। ১২ মার্চ ৮.৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি। তৃতীয় দিনে এক ধাক্কায় অঙ্কটা গিয়ে পৌঁছায় ১৫.১ কোটিতে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দ্য কাশ্মীর ফাইলসকে।
তারপর ১৫ কোটি থেকে ব্যবসা বেড়ে দাঁড়ায় ১৮ কোটি ও তারপর ১৯ কোটিতে। শুক্রবার পর্যন্ত মোট ১১৬.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। ফিল্ম সমালোচকদের মতে, সোমবারের মধ্যে ১৭৫ কোটি পেরিয়ে যাবে এই ছবি।