‘পুষ্পা ২’কে কড়া টক্কর, আগামী বছরই আসছে ‘কাশ্মীর ফাইলস ২’! বিরাট ইঙ্গিত বিবেক অগ্নিহোত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছর বলিউড গোনাগুন্তি যেকটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে তার মধ‍্যে অন‍্যতম ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ১৯৯০ এ উপত‍্যকায় কাশ্মীরি পণ্ডিতদের উপরে যে মর্মান্তিক হত‍্যালীলা চালানো হয়েছিল সেই কাহিনি পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।

ছবি মুক্তির আগে অনেক বাধা এসেছিল‌। হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন বিবেক। কিন্তু ছবিটি যখন মুক্তি পায় তারপর যে সাড়া এসেছিল দর্শকদের তরফে তা ছিল অভূতপূর্ব। এত কম বাজেটের, তথাকথিত ‘স্টার’ না থাকা কোনো ছবি যে বিপুল প‍রিমাণ ব‍্যবসার পাশাপাশি ফিল্ম সমালোচকদেরও প্রশংসা কুড়াবে তা ভাবতে পারেননি কেউই।


বলিউডের মারাত্মক দুর্দিনে অগতির গতি হয়ে উঠেছিল দ‍্য কাশ্মীর ফাইলস। এমনকি ছবিটিকে চলতি বছর অস্কারে পাঠানোর দাবিও উঠেছিল সিনেপ্রেমীদের তরফে। শুধু আম দর্শকরাই নন, রাজনৈতিক মহলের ব‍্যক্তিত্বরাও দেখেছিলেন ছবিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রশংসা করেছিলেন দ‍্য কাশ্মীর ফাইলসের।

এবার ছবিটির সিক‍্যুয়েল আসার ইঙ্গিত দিলেন বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি টুইটারে একটি ডকুমেন্টারি ভিডিও শেয়ার করেছিলেন জনৈক নেটনাগরিক। ভিডিওতে কাশ্মীরি পণ্ডিতদের উপরে ফের অত‍্যাচার এবং নির্বিচারে হত‍্যার কথা উঠে এসেছে।

ভিডিওটি শেয়ার করে ওই ব‍্যক্তি ট‍্যাগ করেছিলেন বিবেক অগ্নিহোত্রীকে। প্রশ্ন করেছিলেন, এর থেকে একটা কাশ্মীরি ফাইলস হতে পারে কি? উত্তরও দিয়েছেন পরিচালক। তিনি লিখেছেন, ‘হ‍্যাঁ কাজ চলছে। ২০২৩ এর মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করুন।’

এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, আগামীতে ‘দিল্লি ফাইলস’ আনছেন বিবেক অগ্নিহোত্রী। শোনা গিয়েছিল, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার কাহিনিই উঠে আসবে ছবিতে। বিতর্কেও জড়িয়েছিলেন বিবেক। একটি বিবৃতিতে মহারাষ্ট্রের শিখ সম্প্রদায় অভিযোগ করেছিল, সৃজনশীল অভিব‍্যক্তি এবং ব‍্যক্তিগত লাভের জন‍্য শিখ দাঙ্গার মতো দুঃখজনক ঘটনার বাণিজ‍্যিক রূপপ্রদান করা হচ্ছে।

যদিও এ বিষয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বলেছিলেন, একজন ছবি নির্মাতা হিসাবে নিজের ভাবনা চিন্তা অনুযায়ী ছবি বানানোর স্বাধীনতা তাঁর আছে। তাঁর কথায়, “এটি কোন সংস্থা আমি জানি না। আমি একজন ভারতীয়। আমি একটি সার্বভৌম দেশে বাস করি যেখানে আমার আমি নিজেকে ইচ্ছা মতো প্রকাশ করতে পারি। আমার যেমন ইচ্ছা হবে আমি তেমন ভাবে ছবি বানাবো। কারোর দাবি আমি মানতে বাধ‍্য নই বা কোনো সংস্থার চাকরও নই।”

X