বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) মুক্তির পর যে বলিউড তারকারা সর্বপ্রথমে প্রশংসা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের বেশিরভাগ সদস্য যখন অস্বস্তিকর নীরবতা পালন করছে তখন স্রোতের বিপরীতে গিয়ে ছবির ভূয়ষী প্রশংসা করে অনুপম খেরকে টুইট করেছিলেন আক্কি। এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) দাবি করলেন, অক্ষয়ের উচ্ছ্বাস নাকি ‘মেকি’ ছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাশ্মীর ফাইলস নিয়ে কথা উঠতে বলিউড তারকাদের প্রশংসা করার প্রসঙ্গও ওঠে। পালটা বিবেক প্রশ্ন করেন, কোন তারকারা তাঁর ছবির প্রশংসা করেছে? নামগুলো শুনতে চান তিনি। অক্ষয় কুমারের নাম শুনেই পরিচালক বলে ওঠেন, বাধ্য হয়ে প্রশংসা করেছেন অভিনেতা।
বিবেক জোর গলায় দাবি করেন, “ও তো.. এবার চাপে পড়ে কী আর বলবে, যখন ১০০ জন দাঁড়িয়ে প্রশ্ন করবে যে, আপনার সিনেমা চলল না আর দ্য কাশ্মীর ফাইলস চলল। কীই আর বলবে? আমরা ভোপালে একটা অনুষ্ঠানে ছিলাম, তাই বলতে হয়েছিল।” তিনি আরো বলেন, মঞ্চে মুখ বাঁচানোর জন্যই বলেছিলেন অক্ষয়। পেছনে কেউ প্রশংসা করেনি।
প্রসঙ্গত, দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পরেই অনুপম খেরের অভিনয়ের প্রশংসা করে অক্ষয় টুইট করেন, ‘দ্য কাশ্মীর ফাইলসে আপনার পারফরম্যান্সের ব্যাপারে অনবদ্য প্রতিক্রিয়া পাচ্ছি। দর্শকরা আবারো বড় সংখ্যায় প্রেক্ষাগৃহে ফিরছে, এটা দেখেই ভাল লাগছে। আশা করছি খুব শীঘ্রই ছবিটি দেখতে পারব। জয় আম্বে।’
উল্লেখ্য, কাশ্মীর ফাইলসের মুক্তির কয়েকদিন পরেই নিজের ছবি ‘বচ্চন পাণ্ডে’ রিলিজ করেছিলেন অক্ষয়। কিন্তু কাশ্মীর ফাইলস ঝড়ের সামনে খড়কুটোর মতোই উড়ে গিয়েছিল অক্ষয়ের ছবি। এরপরেই ভোপালে এক অনুষ্ঠানে আবারো কাশ্মীর ফাইলস ছবির সাফল্যের কথা বলে নিজের হার স্বীকার করেন অভিনেতা। এবার বিবেক দাবি করলেন, অক্ষয়ের ওই প্রশংসা নাকি মিথ্যে ছিল।