‘আমি মোদী সমর্থক বলে বলিউডে অনেকে পছন্দ করে না’, বোমা ফাটালেন বিবেক

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘ঠোঁটকাটা’ ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। দ্য তাসখন্দ ফাইলস, হেট স্টোরির মতো ছবি বানালেও পরিচালক মূলত খ্যাতির চূড়ায় ওঠেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর দৌলতে। গত বছর এই একটি ছবি বলিউডকে খাদের ধার থেকে টেনে এনেছিল। কম বাজেট, তথাকথিত সুপারস্টাররা না থাকা সত্ত্বেও ব্লকবাস্টার হিট হয়েছিল ছবিটি।

তারপর থেকেই আলাদা মেজাজ নিয়ে ঘুরছেন বিবেক অগ্নিহোত্রী। বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিতে দেখা যায় তাঁকে। জড়িয়ে পড়েন বিতর্কেও। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও অনেক বার কটাক্ষের সম্মুখীন হয়েছেন বিবেক। কিন্তু নিজের বক্তব্যে অনড় থেকেছেন তিনি। এবার ফের নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সরাসরি মন্তব্য করলেন পরিচালক।

Vivek

‘পাঠান’ এর বিরুদ্ধে বিবেকের তীক্ষ্ণ মন্তব্য সবারই নজর কেড়ে নিয়েছিল। শাহরুখ খানের কামব্যাক ছবির বিরুদ্ধে বলায় খুনের হুমকিও পেয়েছিলেন পরিচালক। সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টা নিয়ে মন্তব্য করতে শোনা যায় বিবেককে। কোনো রকম রাখঢাক না করেই তিনি বলে ওঠেন, তিনি মোদীকে সমর্থন করেন বলেই অনেকে তাঁকে বলিউডে সহ্য করতে পারে না।

বিবেকের কথায়, ‘শাহরুখ খানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার মনে হয় উনি একজন বুদ্ধিমান, প্রতিভাবান ব্যক্তি। কিন্তু সত্যি কথা বলতে, অনেকেই আমাকে বলিউডে পছন্দ করে না। তারা বলে, আমি মোদীকে সমর্থন করি। ওরা বলে, আমি রাজনৈতিক ছবি বানাই। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বলিউড তারকারা কবে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ ছিল না?’

বিবেক আরো প্রশ্ন করেন, ‘অমিতাভ বচ্চন রাজীব গান্ধীর সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না? মিস্টার খান সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু নন? আমার ব্যাপারে এসব খোলাখুলি ভাবে বলা হয়, কিন্তু একজন অভিনেতা বা পরিচালকের নাম বলুন যে এদের ঘনিষ্ঠ নয়। ওরা লুকিয়ে চুরিয়ে করে। আমির খান মেধা পাটেকরের সঙ্গে নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হননি? উনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না? আমাকেই শুধু নিশানা করা হচ্ছে কেন?’

এখানেই থামতে দেখা যায়নি বিবেককে। ফের শাহরুখের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিং খানকে ট্রোল করা হলে কংগ্রেস সমর্থকরাই ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে। ছবির প্রচারও করেছে কংগ্রেস। তাহলে বিজেপি যখন কাশ্মীরি পণ্ডিতদের জন্য দ্য কাশ্মীর ফাইলস ছবিটি সমর্থন করছে তখন এত সমস্যা হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন বিবেক।

তিনি আরো বলেন, মুজফফরপুর, চারমিনার, লখনউ, ভোপালের মতো জায়গায় যেখানে কংগ্রেস বা মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ সেখানে একত্রে কত টিকিট বিক্রি হয়েছে পাঠানের। সেগুলোর টাকা কে দিয়েছে? দ্য কাশ্মীর ফাইলসের বুকিং নিয়ে প্রশ্ন উঠলে পাঠান নিয়েও প্রশ্ন ওঠা উচিত, স্পষ্ট কথা বিবেকের।


Niranjana Nag

সম্পর্কিত খবর