বাংলাহান্ট ডেস্ক : ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বিতর্কিত মন্তব্য করলেন তার টুইটে। তার একটি অনুষ্ঠান বেকবাগান এলাকার কোয়েস্ট মল থেকে স্থানান্তরিত করা হয় দক্ষিণ কলকাতার একটি মলে। সেই ব্যাপারে মুখ খুলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। টুইটে (Tweet) বিবেক বলেছেন, কোয়েস্ট মল সংখ্যালঘু এলাকায় অবস্থিত হওয়ায় সুরক্ষিত নয়।
তাই কলকাতার অন্য একটি মলে তার অনুষ্ঠান স্থানান্তরিত করা হয়েছে। পরিচালকের এই টুইটের পর রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে নেট মাধ্যমে। পরিচালককে নিন্দায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে কটাক্ষ করে বলেছেন যে বিবেকের মুসলিম ফোবিয়া আছে। বিবেক বিরোধিতায় সরব তৃণমূল। অন্যদিকে, পরিচালককে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছে গেরুয়া শিবির।
টুইটে বিবেক লেখেন, “অ্যাটেনশন কলকাতা। সবাইকে জানানো হচ্ছে যে নিরাপত্তার কারণে স্থানান্তরিত করা হয়েছে “আরবান নকশাল” বই স্বাক্ষর কর্মসূচি। এই অনুষ্ঠানটি কোয়েস্ট মলের বদলে হবে সাউথ সিটির স্টারমার্ক বুক শপে। আমাকে জানানো হয়েছে কোয়েস্ট মল যেহেতু একটি মুসলিম অধ্যুষিত হয়ে অবস্থিত, তাই এটি নিরাপদ নয়। কি ট্রাজেডি আধুনিক বাংলার!”
KOLKATA: ATTENTION:
This is to inform that due to security reasons the venue of book signing of #UrbanNaxals has been shifted from Quest Mall to Starmark Book Shop, South City Mall.
I’m informed that since Quest Mall is a Muslim Area it’s not safe. The tragedy of modern Bengal. pic.twitter.com/rp7KOWpwtt
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 20, 2023
তবে বিবেক পরিষ্কারভাবে জানাননি যে এই ধরনের কথা কারা তাকে জানিয়েছে। মল কর্তৃপক্ষ নাকি অনুষ্ঠান উদ্যোক্তা, কারা নিরাপত্তার অভাব বোধ করছেন সেই বিষয়টি খোলসা করেননি পরিচালক। এই বিষয়ে প্রশাসনিক স্তরেও এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি। তাঁর এই টুইটের পর বঙ্গ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বলা ভালো, শাসক-বিরোধী তরজা তুঙ্গে।