ব‍্যর্থতা মানেই মাদকের নেশা, বলিউড স্বপ্নকে কবর দেয়! নোংরা কেচ্ছা ফাঁস করে দিলেন বিবেক

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) থেকে বলিউডের বিরুদ্ধেই তোপ দাগতে ভাল জানেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ইন্ডাস্ট্রির তিন খানকে নাম না করে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ছুঁড়েছেন কটাক্ষের তীর‌। এবার ফের বলিউডের অন্দরের কালো সত‍্য ফাঁস করে দিলেন বিবেক।

সোশ‍্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন তিনি। ‘বলিউডের অন্দরের কাহিনি’ শিরোনামে সেখানে লেখা, ‘বলিউডে যথেষ্ট সময় ধরে আমি কাজ করছি এটা বোঝার জন‍্য যে এখানে কীভাবে কাজ হয়। যেটা আপনারা দেখেন সেটা বলিউড নয়। আসল বলিউডকে পাওয়া যায় এর অন্ধকার গলিতে। এর অন্তঃস্থল এতটাই অন্ধকার যা কোনো সাধারণ মানুষ ধারণাই করতে পারবে না।’

   

vivek agnihotri
তিনি আরো লিখেছেন, ‘এই অন্ধকার গলিতে ভাঙাচোরা স্বপ্ন খুঁজে পাওয়া যায়। বলিউড যদি প্রতিভার জাদুঘর হয় তাহলে এটা কবরস্থানও বটে। এখানে যারাই আসে তারা জানে প্রত‍্যাখ‍্যান চুক্তির একটা অংশ। অপমান আর শোষণ স্বপ্ন, বিশ্বাস ভেঙে দেয়। মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে, কিন্তু সম্মান, আত্ম মর্যাদা ছাড়া বাঁচা সম্ভব নয়। কোনো মধ‍্যবিত্ত তরুণ এভাবে বাঁচা্য কথা ভাবতে পারে না।’

খোলা চিঠিতে বিবেক লিখেছেন, স্বপ্ন ভাঙলে অনেকে ফিরে যায়, তারা ভাগ‍্যবান। কিন্তু যারা থেকে যায় সাফল‍্য না পেয়েও তারা মাদকাসক্ত হয়ে পড়ে। জীবন তছনছ হয়ে যায় তাদের। টাকা ছাড়া বলিউডে তারকাসুলভ জীবন কাটানো সম্ভব নয়। এই হেরে যাওয়া মানুষদের দেখে হাসে বলিউড।

বিবেক জানান, সাফল‍্য না পেলে আবার সেই অন্ধকার গলিতে ফিরে আসতে হয়। সেখানে চিৎকার করে কাঁদলে, শো অফ করলেও কেউ ফিরে তাকায় না। শেষমেষ স্বপ্ন গুলো কবর দিয়ে দিতে হয়। ভেতর থেকে মরে যেতে থাকে ব‍্যর্থ মানুষগুলো। তখন কেউ তাকায় না। কিন্তু এক সময় যখন সত‍্যিই তাদের জীবন শেষ হয়ে যায় তখন তাদের নিয়ে মাতামাতি হয়।

বলিউডের অন্দরের ভয়ঙ্কর সত‍্যটা সবার সামনে ফাঁস করে দিয়েছেন বিবেক। তাঁর এই খোলা চিঠি পড়ে অনেকে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের কথা মনে করেছেন। তাঁর মৃত‍্যুর পরেও টনক নড়েছিল সবার আর ফাঁস হয়েছিল বলিউডের মুখোশটা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর