বাংলাহান্ট ডেস্ক: বলিউডি হোক বা রাজনৈতিক, সব বিষয়ে মন্তব্য করা এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। বিশেষ করে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ব্লকবাস্টার হিট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে বিবেকের। সুযোগ পেলেই বলিউডের ‘খানদান’ নয়তো পরিচালক প্রযোজক করন জোহরকে (Karan Johar) কটাক্ষ করেন তিনি।
এবার ফের বিবেকের নিশানায় এসেছেন করন। আসলে সম্প্রতি টুইটার ত্যাগ করার সিদ্ধান্তের কথা ঘোষনা করেছেন পরিচালক। শেষ টুইট করে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেটও করে দিয়েছেন তিনি। করনের এই সিদ্ধান্ত নিয়ে নেটিজেনরা যখন মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন তখন মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী।
টুইটারকে বিদায় জানিয়েছেন করন। নিজের শেষ টুইট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শেষ টুইটে কী লিখেছেন করন? তিনি লিখেছিলেন, ‘আরো ইতিবাচক শক্তির জন্য জায়গা বানাচ্ছি আর এটা তার জন্যই প্রথম পদক্ষেপ। বিদায় টুইটার।’
যদিও সেই টুইট এখন আর নেই করনের অ্যাকাউন্টে। টুইটার অ্যাকাউন্টটিও ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন তিনি। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখনো বহাল তবিয়তে বিরাজ করছেন করন। পরিচালকের টুইটার ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েই মতামত দিয়েছেন বিবেক।
কারোর নাম না করেই তিনি প্রথমে লেখেন, ‘পলাতকরা কখনো জেতে না। বিজয়ীরা কখনো পালায় না।’ এরপরেই নিজের মন্তব্যের ব্যাখ্যা করে তিনি লেখেন, ‘আমার মতে, একটা মানুষ যদি সত্যিই ইতিবাচক শক্তির খোঁজে থাকে তাহলে সে সম্পূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে। টুইটারে যেহেতু ভণ্ডামি আর মিথ্যাচার চলে না তাই সেটা ছেড়ে দেওয়া আর ইনস্টাগ্রামে যেহেতু ব্র্যান্ড পাওয়া যায়, মিথ্যাচার চলে তাই সেখানে থেকে যাওয়াটাই জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি।’