বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে একগুচ্ছ অভিযোগ উঠেছিল বলিউডের বিরুদ্ধে। সেই সঙ্গে নেটিজেনরা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ছবির মুখ্য দুই অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটকে। গুরুতর অভিযোগ উঠেছিল রণবীরের বিরুদ্ধে। ব্রহ্মাস্ত্র বয়কটকারীরা অভিনেতার একটি পুরনো ভিডিও খুঁজে বের করেছিলেন, যেখানে তাঁকে গোমাংস খাওয়ার কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে।
রণবীরের এই ভিডিওর জন্য তাঁকে এবং আলিয়াকে উজ্জয়িনীর মন্দিরে ঢুকতেও দেওয়া হয়নি। পালটা ব্রহ্মাস্ত্র সমর্থকরা পরিচালক বিবেক অগ্নিহোত্রীরও (Vivek Agnihotri) একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তাঁকেও গোমাংস খাওয়া নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল।
এতদিন সরাসরি বিতর্কিত ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য করেননি বিবেক। অবশেষে মুখ খুললেন তিনি। বিবেকের দাবি, ভিডিওটি নাকি এডিট করা। তিনি গোমাংস খাওয়ার কথা বলেনইনি। তিনি যেটা বলেছেন সেটা হল মহিষের মাংস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত ভিডিওটির প্রসঙ্গ উঠলে বিবেক বলেন, “লোকজন বিনা কারণে কিছু বিষয় নিয়ে চর্চা করে। একটি ভিডিও ক্লিপ নিয়ে কথা উঠছে। সেখানে সাউন্ডটা এডিট করা হয়েছে। একটা চ্যানেলকে দেওয়া হয়েছিল। আমি তাদের জানিয়েছিলাম যে আমি গোমাংস খেতাম। কিন্তু এখন আর খাই না। ওরা ‘না’ টাকে এডিট করে দিয়েছিল যাতে শুনে মনে হয় এখনো খাই।”
বিবেক যোগ করেন, “কিছু মানুষ আপনাকে অপছন্দ করে, আপনার বিরুদ্ধে কথা বলে, বদনাম করে। বিশ্বাস করুন, ওদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি জানি আমি কী খেলা খেলছি। আমি জানি কীভাবে চোট লাগতে পারে, কিন্তু আমির কোনো সমস্যা নেই। শুনে মনে হচ্ছে আমি রোজ গোমাংস খাই। কিন্তু ভারতে তা পাওয়া যায় না। ওটা মহিষের মাংস।”
পরিচালক সাফাই দেন, তাঁর পরিবার কঠোর ভাবে নিরামিষাশী। পেঁয়াজ রসুনও ঢোকে না। তাই যুবক বয়সে বিদ্রোহ করার মন হত। তখন হয়তো কোনো রেস্তোরাঁয় গিয়ে বা ভারতের বাইরে গিয়ে গোমাংস তিনি খেয়ে থাকবেন। এমন তো নয় যে রীতিমতো অর্ডার করে আনিয়ে খেয়েছেন। সেই সঙ্গে সুর বদলে রণবীরকে সমর্থনও করেন তিনি। বিবেকের মতে, কে কী খাবে না খাবে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর জন্য কাউকে নিশানা করা উচিত নয়।