আপনার এত ভয় কীসের? ‘দ্য কেরালা স্টোরি’ ইস্যুতে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করছেন বিবেক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বিতর্কে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিটি পশ্চিমবঙ্গে প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ছবি রাজ্যে হিংসা এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করে রাজ্যে ছবির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

গত শুক্রবার মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের আঁচ মালুম হতে শুরু করেছিল। ছবি মুক্তি পাওয়ার পর অবশ্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সমর্থন পেয়েছে দ্য কেরালা স্টোরি। কিন্তু এদিকে বাংলায় নিষিদ্ধ হয়ে গেল ছবিটির প্রদর্শন।

সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একসঙ্গে দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরির উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কাশ্মীর ফাইলসের নাম নিয়ে তিনি দাবি করেন, সমাজের এক অংশকে হেনস্থা করতেই তৈরি হয়েছিল ছবিটি। দ্য কেরালা স্টোরির গল্পও ‘বিকৃত’ বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, দ্য কেরালা স্টোরির মতো একটি বিকৃত গল্পের প্রচার করছে বিজেপি। তিনি এও বলেন, কিছুদিন আগে বিজেপির অনুদানে কিছু তারকা বাংলায় এসে বিকৃত গল্প নিয়ে বেঙ্গল ফাইলস বানানোর কথা বলেছে। এরপরেই মুখ্যমন্ত্রীর ভিডিওটি টুইট করে উত্তর দেন পরিচালক।

টুইটে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এই ভিডিওতে মমতা দিদি আমার ব্যাপারেই বলছেন। হ্যাঁ, আমি বাংলায় গিয়েছিলাম, গোপাল পাঠা এবং খিলাফত দ্বারা গণহত্যায় বেঁচে যাওয়া মানুষদের সাক্ষাৎকার নিতে। আপনি এত ভয় পাচ্ছেন কেন?’

তিনি আরো লিখেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস সন্ত্রাস এবং গণহত্যার কাহিনি তুলে ধরেছিল। কীসের ভিত্তিতে আপনার মনে হল যে কাশ্মীরের মানুষদের ছোট করা হয়েছে? কীসের ভিত্তিতেই বা আপনি বলছেন যে ওটা একটা রাজনৈতিক দলের অনুদানে তৈরি হয়েছিল? আপনার বিরুদ্ধে মানহানি এবং গণহত্যা অস্বীকারের মামলা দায়ের কেন করব না আমি?’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গেই প্রথম নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরির প্রদর্শন। এ বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের শিল্পী মহলের কয়েকজন। কেউ কেউ কটাক্ষ শানিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে। আবার কেউ কেউ সরকারের সিদ্ধান্তটাকেই স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত খবর

X