বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির দাপটের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রিকে নতুন দিশা দেখিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। করোনা পরবর্তী কঠিন সময়েও এটাই প্রথম হিন্দি ছবি যা ২৫০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে। মাত্র এক মাসেই এই সাফল্য অর্জন করে দেখিয়েছে এই ছবি। তথাকথিত কোনো ‘সুপারস্টার’ না থাকা সত্ত্বেও কম বাজেটের এই ছবি অসাধ্য সাধন করেছে।
কিন্তু দ্য কাশ্মীর ফাইলস নির্মাতারা এখানেই থামছেন না। ছবির দুই প্রযোজক অভিষেক আগরওয়াল আর্টস এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন আবারো হাত মেলাচ্ছে নতুন এবং আরো বৃহত্তর এক প্রোজেক্টের জন্য। জানা যাচ্ছে, দ্য কাশ্মীর ফাইলসের মতোই আরো দুটি কঠোর সত্যের ঘটনা ছবির আকারে তুলে ধরবেন প্রযোজকরা। তিনটি ছবি মিলিয়ে নাম হবে ‘দ্য কাশ্মীর ফাইলস ট্রিলজি’।
প্রযোজক অভিষেক আগরওয়ালের জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবিগুলির ঘোষনা করেন দ্য কাশ্মীর ফাইলস নির্মাতারা। অন্য দুটি ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী। তবে অন্য ছবিদুটির গল্প কী কোন ঘটনা নিয়ে হবে তা এখনো জানা যায়নি।
কাশ্মীরি পণ্ডিতদের উপরে নৃশংস অত্যাচার এবং গণহত্যার নির্মম সত্য উঠে এসেছে ছবিতে। যদিও ছবিতে দেখানো ইতিহাস কতটা সত্যি ও অবিকৃত তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে। ‘আর আর আর’ এর মতো কড়া প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও রোখা যায়নি কাশ্মীর ফাইলসকে।
যদিও দ্য কাশ্মীর ফাইলসের এই জনপ্রিয়তার আভাস প্রথমে কেউই পাননি। একটা ছবি ট্র্যাজেডি, মৃত্যু আর কান্নার গল্পের উপরে ভিত্তি করে। সেটা এত সফল হতে পারে, সেটা কেউই ভাবেনি। ধীরে ধীরে কয়েকজন বলিউড তারকা ছবিটা নিয়ে মুখ খুললেও এখনো অনেকেই প্রকাশ্যে কাশ্মীর ফাইলস নিয়ে কথা বলতে রাজি নন।