পড়ুয়াদের ১৫ লক্ষ টাকার স্কলারশিপ, নিন্দুকদের মুখ বন্ধ করে বড় ঘোষনা কাশ্মীর ফাইলস পরিচালক বিবেকের

বাংলাহান্ট ডেস্ক: এক মাস ধরে বলিউড তথা নেটপাড়ায় চর্চা ‘দ‍্য কাশ্মীর ফাইলস’কে (The Kashmir Files) নিয়ে। মুক্তির অনেক আগেই থেকেই এই ছবিটি নিয়ে জল্পনা অব‍্যাহত ছিল দর্শক মহলে। ছবির বিষয়বস্তু নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এমনকি পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ক্রমাগত হুমকিতে নিজের টুইটার হ‍্যান্ডেল বন্ধ করতে পর্যন্ত বাধ‍্য হয়েছিলেন।

তবে ছবি মুক্তি পাওয়ার পর সবার ধারণা বদলে গিয়েছে। এত কম বাজেটের তথাকথিত ‘স্টার ফেস’ না থাকা ছবি যে এত সফল হবে তা কে ভাবতে পেরেছিল? বক্স অফিসে ২৫০ কোটি টাকা তুলে ফেলেছে কাশ্মীর ফাইলস। এবার এক বড় ঘোষনা করলেন পরিচালক বিবেক।

vivek agnihotri
সম্প্রতি ভোপালের মাখনলাল চতুর্বেদী বিশ্ববিদ‍্যালয়ে আয়োজিত চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে গিয়েছিলেন বিবেক ও তাঁর স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশী। সেখানে গিয়ে ছাত্রদের আর্থিক সাহায‍্য দেওয়ার কথা ঘোষনা করেন পরিচালক। তিনি জানান, বিশ্ববিদ‍্যালয়ে সিনেমা নিয়ে পড়ার জন‍্য পাঁচজন পড়ুয়াকে ৫০ হাজার টাকার স্কলারশিপ দেবেন তিনি।

পাঁচ বছর পর্যন্ত ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা খরচ করবেন বিবেক। তবে এই পাঁচজন মেধাবী ছাত্রকে বেছে নেওয়ার জন‍্য একটি কমিটি গঠন করার কথা বলেছেন পরিচালক। এখানেই শেষ নয়। পরিচালকের স্ত্রী পল্লব যোশী জানান, আগামী ছবিতে এই ছাত্রদের কাজ করার সুযোগ দেওয়া হবে।

এর আগে নিন্দুকদের উদ্দেশে বিবেক বার্তা দেন, “যে ২ কোটি মানুষ ছবিটি দেখেছে তাদের মধ‍্যে থেকে একজনও বলবে না যে ছবিটি ভেদাভেদ তৈরি করে। যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে শুধুমাত্র তারাই ছবিটির সমালোচনা করছে। দ‍্য কাশ্মীর ফাইলস কোনো ভেদ করছে না, শুধু রাম আর রাবণের পার্থক‍্যটা বুঝিয়ে দিচ্ছে।”

সংবাদ মাধ‍্যমের তরফে বিবেকের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যারা কাশ্মীর ফাইলসের সমালোচনা করছেন তাদের উদ্দেশে কিছু বলতে চান তিনি? উত্তরে বিবেক পালটা প্রশ্ন করেন, “সন্ত্রাসবাদীদের কেনই বা কিছু বলব আমি?”


Niranjana Nag

সম্পর্কিত খবর