বাংলা hunt ডেস্ক : ভোট পর্ব শেষ ,বর্তমানে গোটা দেশবাসীর নজর রেজাল্টের দিকে।কার হাতে যেতে চলেছে আগামী পাঁচ দেশ চালানোর দায়িত্ব, তা জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা।ঠিক এমন একটি সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি মিম শেয়ার হওয়া শুরু হয়েছে।যার মধ্যে ভোটের আবহ লুকিয়ে রয়েছে বিনাদন দুনিয়ার পটচিত্র।এবং বিষয়টি যথেষ্ট বিতর্কিত।
বলিউড প্রেমীদের কাছে ঐশ্বর্য রাই এবং সলমন খানের প্রেম পর্বের বিষয়টি নতুন কিছু নয় , একসময় তাদের মধ্যে তৈরী হয়েছিল ঘনিষ্ঠতা।যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি এবং তার যবনিকাপাত হয় এক বিতর্কের মধ্যে দিয়ে।এই সম্পর্কে তৃতীয় মানুষ হিসেবে আগমন হয়েছিলো সেই সময়ের অন্যতম সেরা অভিনেতা বিবেক ওবেরয়ের।সলমনের সাথে যখন সম্পর্ক তলানিতে ঠেকেছে তখন ক্রমশ বিবেকের প্রেমে পড়েছিলেন ঐশ্বর্য।বিষয়টি একেবারে ভালো চোখে দেখেননি ভাইজান।তার পরে কি হয়েছিল সেই সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল।তাই নতুন করে এই বিষয়ে আর কিছু বললাম না।
সদ্য শেয়ায় হওয়া মিমে ফিরে এলো এইবার সেই প্রসঙ্গ ভোটের আবহে।যেখানে “ওপিনিয়ান পুল ” নামক শীর্ষকে দেখা যাচ্ছে সলমন ঐশ্বর্যের ছবি।এক্সিট পুলে বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য আর রেজাল্টে অভিষেক, আরাধ্যার সাথে ঐশ্বর্য।এই মিমটি পরবর্তী সময়ে টুইট করে শেয়ার করেছেন বিবেক।যার প্রশংসা শোনা গেল ” সাথিয়া ” খ্যাত অভিনেতার টুইটে।ইতিমধ্যে বিষয়টি হয়েছে ভাইরাল।