বাংলা হিন্ট ডেস্ক: বলিউডে শোনা যাচ্ছে বালাকোটের আক্রমণ নিয়ে নতুন ছবি দর্শকরা দেখতে পাবেন এবং সেই ছবিতে বিবেক অভিনয় করবে।প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিবেক জানান,”গর্বিত ভারতীয় হিসাবে,একজন দেশপ্রেমিক হিসাবে,এবং ফিল্ম জগতের একজন হিসাবে এটা আমার কর্তব্য যে আমাদের সেনারা কতটা সাহসী তা তুলে ধরা। তিন ভাষায় নির্মিত ছবির দ্বারা উইং কমান্ডার অভিনন্দনের সাহসিকতার সঙ্গে শত্রুদমনের ঘটনা বর্ণনা করা অনেক প্রাসঙ্গিক হবে। ভারতীয় সেনার বালাকোট এয়ারস্ট্রাইক সবচেয়ে সুপরিকল্পিত একটি হামলা। আমি পুলওয়ামার আক্রমণ থেকে শুরু করে, বালাকোট হামলা পর্যন্ত সমস্তটাই নজরে রেখেছিলাম। অনেক কিছু সেই সময়ে বলা হয়েছে, এবং অনেক কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা চলেছিল। আমি ধন্যবাদ জানাই ভারতীয় বায়ুসেনাকে, ছবি নিয়ে আমাদের ওপর বিশ্বাস রাখবার জন্য”।
বিবেক ওবেরয়ের আশা, এই চিত্রনাট্যের প্রতি তিনি সঠিক বিচার করবেন। এমন প্রেক্ষাপট নিয়ে বিবেক ওবেরয়কে ফিল্ম নির্মাণের জন্য যে বায়ুসেনা অনুমতি দিয়েছে, তাতে আপ্লুত বলিউড অভিনেতা। বিবেকের দাবি,ভারতীয় সেনার বালাকোট এয়ারস্ট্রাইক সবচেয়ে সুপরিকল্পিত একটি হামলা।বায়ুসেনার তরফে যে বিবেকের ওপর আস্থা ও ভরসা করা হয়েছে এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে বিবেকের টিম।