পূর্ণতা পায়নি ভালোবাসা, আজও এই প্রেমিকাকে ভুলতে পারেননি বিবেক ওবেরয়, তিনি কিন্তু ঐশ্বর্য নন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একসময় অভিনেতা বিবেক ওবেরয়কে (Vivek Oberoi) নিয়ে বলিউডে কম চর্চা হত না। মূলত ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, সলমন খানের সঙ্গে ‘পাঙ্গা’ নিয়েই বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। শোনা যায়, ওই কারণেই কেরিয়ারও নষ্ট হয়ে গিয়েছিল তাঁর। ঐশ্বর্যকে ভালোবেসেই সলমনের বিষ নজরে পড়েন বিবেক (Vivek Oberoi)। মাঝখান থেকে হাতছাড়া হয় ঐশ্বর্যও, ডুবে যায় কেরিয়ারও।

বিয়ের ইচ্ছা ছিল না বিবেকের (Vivek Oberoi)

বর্তমানে অবশ্য সংসার জীবনে বেশ ভালোই আছেন বিবেক (Vivek Oberoi)। স্ত্রী প্রিয়াঙ্কা আলভার সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১০ সালে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ে করার কোনো ইচ্ছাই নাকি তাঁর ছিল না। প্রথম থেকেই তিনি ছিলেন বিয়ের বিরুদ্ধে। কিন্তু বাবা মায়ের জোরাজুরির সামনে হার মানতে বাধ্য হয়েছিলেন বিবেক (Vivek Oberoi)। ওই সাক্ষাৎকারেই নিজের প্রেম জীবন নিয়েও মুখ খোলেন তিনি।

Vivek Oberoi still didn't forget his lover

পুরনো প্রেমকে ভুলতে পারেননি: অভিনেতা জানান, পড়াশোনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন বেশিরভাগ সময়। প্রেম খুব বেশি আসেনি জীবনে। তবে একজনকে তিনি ভুলতে পারেননি আজও, যার জন্য পরবর্তীতে সিরিয়াস সম্পর্কে যেতে ভয় পেতেন বিবেক (Vivek Oberoi)। না, তিনি ঐশ্বর্য নন। অভিনেতা বলেন, স্কুলে পড়ার সময় একটি মেয়েকে খুব ভালোবাসতেন তিনি। কিন্তু তাঁদের প্রেম পূর্ণতা পায়নি।

আরো পড়ুন : ‘ডিডিএলজে’র জন্য প্রথম পছন্দ ছিলেনই না শাহরুখ! পরিচালক বেছেছিলেন এই হলিউড অভিনেতাকে, কিন্তু…

কে ছিলেন সেই প্রেমিকা: বিবেক জানান, হঠাৎ করেই ক্যানসার ধরা পড়েছিল মেয়েটির। মারা যায় সে। ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারেননি অভিনেতা। বিবেকের (Vivek Oberoi) কথায়, তিনি যখন যাকে ভালোবেসেছেন মন থেকেই বেসেছেন। ওই ঘটনার পর থেকে সম্পর্কে যেতে তিনি ভয় পেতেন বলেও জানান বিবেক (Vivek Oberoi)। তবে স্ত্রী প্রিয়াঙ্কার ভূয়সী প্রশংসা করেন বিবেক। তিনি বলেন, তাঁর অতীত সম্পর্কে কখনো কোনো প্রশ্ন করেননি প্রিয়াঙ্কা। বিবাহিত জীবনে সুখী বিবেক।

আরো পড়ুন : কেরিয়ারে একটিই সুপারহিট ছবি, ২২ টি ফ্লপ! প্রেম করেছেন বাঙালি কন্যের সঙ্গে, এখন জুস বিক্রি করেন অভিনেতা

প্রসঙ্গত, ইদানিং সম্পত্তির অঙ্ক নিয়ে ফের চর্চায় উঠে এসেছেন বিবেক। অভিনয় থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র ব্যবসার উপরে ভর করেই ৩৪০০ কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি। সমসাময়িক অনেক অভিনেতার থেকেই তিনি এখন অনেক বেশি ধনী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X