মাদক মামলায় এবার শিয়রে শমন বিবেক ওবেরয়ের, নোটিস পেলেন অভিনেতার স্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক (drugs) মামলায় ফের গুরুতর ভাবে ফাঁসলেন বিবেক ওবেরয় (vivek oberoy)। স‍্যান্ডালউড মাদক মামলায় (sandalwood drug case) জড়িত ভাই আদিত‍্য আলভার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে নোটিস পাঠানো হয়েছে বিবেকের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে (priyanka alva)। সিটি ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর (CCB) তরফে নোটিস পাঠানো হয়েছে প্রিয়াঙ্কাকে।

ANI সূত্রে খবর, বৃহস্পতিবারই আদিত‍্য আলভার খোঁজে বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাসভবনে আচমকা তল্লাশি চালায় সিটি ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু সেখানে হদিশ মেলেনি আদিত‍্যর। তাঁর নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। এরপরই ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে নোটিস ধরানো হয় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কাকে।

প্রসঙ্গত, প্রথমে এই স‍্যান্ডালউড মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাগিণী দ্বিবেদীকে গ্রেফতার করে সিটি ক্রাইম ব্রাঞ্চ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তিনি ফাঁস করে দেন বিবেকের শ‍্যালক আদিত‍্য আলভার নাম।

 

রাগিণী দাবি করেন, নিজের বাড়িতেই মাদকের আসর বসাতেন আদিত‍্য। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকাই সেই মাদকের আসরে অংশগ্রহণ করতেন। তিনি নিজেও সেখানেই যেতেন বলে জানান রাগিণী দ্বিবেদী।

প্রসঙ্গত, এর আগেই বেশ কয়েকজন তারকা স্বীকার করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টির কথা যেখানে রমরমিয়ে চলে মাদকের আসর। শার্লিন চোপড়া দাবি করেছিলেন, বলিউডের হাই প্রোফাইল পার্টিতে ট্রে তে করে নানান মাদক পরিবেশন করা হয়।

এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রযোজক বিক্রম ভাটও। তাঁর কথায়, “আমি বহু বড় পার্টিতে গিয়েছি। কিন্তু কখনো এমন কোনো পার্টিতে যাইনি যেখানে কেউ মাদক সেবন করেছে। আমি শুনেছিলাম কিছু কিছু পার্টিতে বিভিন্ন রকমের মাদক পরিবেশন করা হয়। ট্রেতে করে মাদক পরিবেশন করা হয়। অতিথিরা নিজেদের ইচ্ছামতো মাদক পছন্দ করে সেবন করে। কিন্তু আমি কখনো এমনটা দেখিনি।”

X