বাজারে এবার উঠবে ঝড়! Vivo নিয়ে আসছে এই দুর্ধর্ষ স্মার্টফোন, ফিচার্স জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য সামনে এল বড় আপডেট! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Vivo T3 স্মার্টফোন (Smartphone) সিরিজের পরবর্তী ভার্সন Vivo T3 Pro শীঘ্রই সামনে আনতে পারে সংস্থা। ইতিমধ্যেই ওই স্মার্টফোনটিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। যেখান থেকে ওই ফোন সম্পর্কে কিছু বিশেষ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, ওই স্মার্টফোনটিতে 8 GB RAM দেখা যাবে।

Vivo নিয়ে আসছে এই দুর্ধর্ষ স্মার্টফোন (Smartphone):

পাশাপাশি, ওই ডিভাইসটিতে Snapdragon-এর একটি শক্তিশালী চিপসেট রয়েছে বলেও খবর মিলেছে। ভ্যানিলা মডেল ছাড়াও Vivo T3 সিরিজের আরও দু’টি মডেল ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এটি সিরিজের প্রো মডেল হবে। স্পষ্টতই, ফোনটি (Smartphone) অন্যান্য মডেলের তুলনায় সবচেয়ে শক্তিশালী ফিচার্স সহ উপলব্ধ হতে পারে।

Vivo is bringing this powerful smartphone.

জানিয়ে রাখি যে, Vivo-এর পরবর্তী স্মার্টফোনটিকে (Smartphone) গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। গিকবেঞ্চ লিস্টিং বিভিন্ন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করে। সেখানে Vivo T3 Pro 5G ফোনটির মডেল নম্বর এখানে V2404 হিসেবে উল্লেখ করা হয়েছে। এর স্কোর সম্পর্কে কথা বললে, ফোনটি সিঙ্গেল-কোর পরীক্ষায় 1,147 পয়েন্ট স্কোর করেছে। পাশাপাশি এই স্মার্টফোন মাল্টি-কোর পরীক্ষায় 3,117 পয়েন্ট অর্জন করেছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! পাল্টে যাচ্ছে ব্যাঙ্ক লকারের এই নিয়ম, সরকার নিল বড় সিদ্ধান্ত

Vivo T3 Pro 5G-র প্রসেসরও অত্যন্ত শক্তিশালী হবে। লিস্টিং অনুযায়ী, এই স্মার্টফোনে (Smartphone) Qualcomm Snapdragon 7 Gen 3 SoC দেওয়া যেতে পারে। এটি একটি এইট-কোর চিপসেট, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.63GHz। গ্রাফিক্সের জন্য, এর সাথে Adreno 720 GPU-এর পেয়ারিং দেখা যাবে। ফোনটি 8 GB RAM সাপোর্ট করবে। এটি Android 14 ভিত্তিক স্কিনের সাথে আসতে চলেছে।

আরও পড়ুন: আর নেই রক্ষে! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, বাংলায় এবার দাপট দেখাবে বৃষ্টি

এর আগে এই ফোনটি একই মডেল নম্বরের IMEI ডাটাবেসে দেখা গেছে। অন্যান্য সূত্র থেকে আসা তথ্য অনুযায়ী, এই ফোনটির (Smartphone) 5,500mAh-এর ব্যাটারি হতে পারে। পাশাপাশি, Vivo T3 Pro 5G-তে 120Hz রিফ্রেশ রেট সহ কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে। ফোনটিতে একটি শক্তিশালী রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। যেখানে 50 মেগাপিক্সেলের Sony সেন্সর থাকতে পারে। ফোনটি স্লিম বিল্ড সহ আসবে। এখন, এটাই দেখার বিষয় যে Vivo T3 Pro 5G ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন কোম্পানি কবে প্রকাশ করে!

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর