IPL- এর টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভো, এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে BCCI?

1962 সালের পর ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে লাদাখে ভারত- চীন সীমান্ত। গত 15 ই জুন মধ্যরাতে লাদাখ সীমান্তে শুরু হয় দুই দেশের মধ্যে সেনা সংঘর্ষ। সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত ভারতের মোট 20 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন, অপরদিকে জানা গিয়েছে চীনের মোট 43 জন সেনা জওয়ান মৃত এবং আহত। এর প্রেক্ষিতে দেশজুড়ে শুরু হয়েছে চীন বিরোধী স্লোগান। দল- মত নির্বিশেষে সকল ভারতবাসী চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছেন।

অপরদিকে ভারতে অনুষ্ঠিত কোটিপতি ক্রিকেট লিগ আইপিএলের টাইটেল স্পনসর চিনা কোম্পানি ভিভো। 2018 সাল থেকে এই ভিভো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ বিসিসিআই। এমন পরিস্থিতিতে ভারত চীন কূটনৈতিক সম্পর্কের অবনতি তাহলে কি এবার আইপিএলেও প্রভাব ফেলবে?

107866336d9a847da09c8cc525a4cdd868bb3f32f232e3e59f6c09292c68aeaf3ab6d5c61

এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, যেহেতু বোর্ডের পূর্বসূরীরা আইপিএলের টাইটেল স্পন্সর হিসাবে ভিভোর সাথে চুক্তি করে গিয়েছেন তাই সেই চুক্তিকে সম্মান দেওয়ার দায়িত্ব বিসিসিআই এর। তাই আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে এখনো পর্যন্ত ভিভোই থাকবে। সেই সাথে তিনি জানিয়েছেন আগামী দিনে বোর্ড কোন সংস্থার সাথে স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার আগে প্রাধান্য দেবে তাতে ভারতবর্ষের স্বার্থ কতটা রক্ষা পাচ্ছে। দেশের সম্মান এবং স্বার্থরক্ষার দিকটি মাথায় রেখেই এবার থেকে বিসিসিআই কোন সংস্থার সাথে চুক্তি করবে। সেক্ষেত্রে কোন বিদেশী সংস্থার থেকে আগে প্রাধান্য দেওয়া হবে দেশীয় সংস্থাগুলিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর