এবার সাধ্যের মধ্যে হবে স্বপ্নপূরন! 5G বাজারে Vivo’র নয়া চমক, আকর্ষণীয় দামে লঞ্চ হল এই স্মার্টফোনটি

বাংলাহান্ট ডেস্ক : ভারতের স্মার্টফোন বাজারে অত্যন্ত পরিচিত একটি নাম ভিভো। মাঝেমধ্যেই এই চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা আকর্ষণীয় ফোন লঞ্চ করে। বর্তমানে 5G ফোনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতে। এর আগে vivo সস্তার বেশ কিছু ফাইভ জি স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। এবার vivo ভারতের বাজারে নিয়ে এল আরো একটি আকর্ষণীয় ফাইভ জি ফোন।

এই মডেলটির নাম Y100 5G। এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে ভিভোর এই নতুন মোবাইলে। Snapdragon 14 Gen 2 চিপসেটের এই স্মার্টফোনে রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং এবং 5,000 mAh শক্তিশালী ব্যাটারি। 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে যাতে আপনি 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন।

আরোও পড়ুন: উন্নত হবে বন্দে ভারতের প্রযুক্তি, লাইনে নামবে আরও অমৃত ভারত! বাজেটে কপাল খুলতে চলেছে রেলের

দুটি ভেরিয়ান্টে এই ফোন লঞ্চ করা হয়েছে। 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এই দুটি ভেরিয়ান্টে পাওয়া যাবে ফোনটি। Android 14 দেওয়া Funtouch OS রয়েছে এই ফোনে। 50+8 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে এতে।

vivo y100 5g twitter sudhanshu1414 1676453047568

ভারতের বাজারে এই ফোনটি 22 হাজার টাকার কাছাকাছি দামে আপনারা পেয়ে যাবেন। Flipkart, Amazon এবং Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ফোনটি ক্রয় করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্মার্টফোনের দুনিয়ায় এমনিতেই নাম আছে ভিভোর, এবার এই ফোনটিও সকলের আশাপূরণ করবে বলেই মনে করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর