বাংলা হান্ট ডেস্কঃ অন্ধ্র প্রদেশের (andhra pradesh) বিশাখাপত্তনমে (Visakhapatnam) এলজি পলিমার (lg polymers) কারখানার রাসায়নিক গ্যাস লিক হয়েছে। বৃহস্পতিবার সকালে হওয়া এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে আর ৩০০ এর বেশি মানুষ হাসপাতাল ভর্তি। এছাড়াও ৫০০০ এর উপরে মানুষ অসুস্থ। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) জরুরী বৈঠক ডেকেছেন।
Spoke to officials of MHA and NDMA regarding the situation in Visakhapatnam, which is being monitored closely.
I pray for everyone’s safety and well-being in Visakhapatnam.
— Narendra Modi (@narendramodi) May 7, 2020
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি অসুস্থদের সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন। এই ঘটনার পর গোটা রাজ্যে আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে। কারখানার আশেপাশের গ্রাম গুলোকে দ্রুত খালি করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশাখাপত্তনমের এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ টা নাগাদ এনডিএমএ এর বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী কার্যালয় দ্বারা এই তথ্য দেওয়া হয়। আরেকদিকে, প্রধানমন্ত্রী মোদী বলেন, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ন্যাশানাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আধিকারিকদের সাথে কথা বলেছে। এই মামলার উপর বিশেষ নজর রাখা হয়েছে। উনি বলেন আমি বিশাখাপত্তনমের সবার সুরক্ষা আর সুস্বাস্থের জন্য প্রার্থনা করছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, ভাইজ্যাগে (Vizag) গ্যাস লিক করার ঘটনা বড় চিন্তার বিষয়, আমরা লাগতার কাছ থেকে এই ঘটনার উপর নজর রাখছি। আমি সেখানকার মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করছি।
অন্ধ্রপ্রদেশের ডিজিপি বলেন, এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে একজনের মৃত্যু জীবন বাঁচানোর সময় দৌড়াতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে হয়েছে। গ্যাস লিকের এই ঘটনা আজ সকাল প্রায় ৩ঃ৩০ নাগাদ হয়েছে। উদ্ধারকার্য চলছে। উনি জানান, লকডাউনের কারণে কারখানা বন্ধ ছিল।