দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন না পুতিন! কিন্তু কেন? জেনে নিন আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক রাজনীতিতে (International Relation) ভারতের (India) ঘনিষ্ঠ বন্ধু হিসাবেই ভেবে নেওয়া হয় রাশিয়াকে (Russia)। অতীতে বহুবার সেই সম্পর্ক প্রমাণিত হয়েছে। কোনওবারই ভারতকে নিরাশ করেনি রাশিয়া। অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia – Ukraine)পরিস্থিতিতে মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও বন্ধুরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত। কিন্তু, তারপরও উজবেকিস্তানে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা জানালেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এর পরই প্রশ্ন উঠছে, কেন এমনটা করলেন তিনি?

বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে শুরু হয় দু’দিনের এই ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সম্মেলন। শুক্রবার এই সম্মেলনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি ও পুতিন (Putin)। সম্পর্ক মজবুত করা থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। কিন্তু, আজ শনিবার প্রধানমন্ত্রী মোদির জন্মদিন জেনেও তাঁকে আগাম শুভেচ্ছা জানালেন না পুতিন। ফলে প্রশ্ন উঠছে, কেন এমনটা করলেন তিনি? জানা যাচ্ছে, রাশিয়ার প্রথা মতে কাউকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানানো হয় না। তাই বিষয়টি মনে থাকলেও মোদিকে শুভেচ্ছা জানাননি পুতিন।

ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন মোদি (Modi) ও পুতিন। সেখানে মোদিকে উদ্দেশ্য করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারতবাসীর প্রতি আমার শুভেচ্ছা। আমার প্রিয় বন্ধু আমি এটাও জানি যে আগামীকাল তোমার জন্মদিন। কিন্তু রুশ প্রথা মতে আমরা কখনওই আগাম শুভেচ্ছা জানাই না। তাই এখনই আমি এটা করতে পারছি না। কিন্তু তুমি জেনে রেখো জন্মদিনের বিষয়টা আমার মনে আছে। এবং তোমার প্রতি শুভেচ্ছাও আছে। তোমার নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধ হয়ে উঠুক।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে একাধিক বার ফোনে কথা বলেন মোদি-পুতিন। প্রকাশ্যেও বারবার যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক ভাবে আলোচনা করে সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলার পক্ষেই মত দিয়ে ভারত। আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের চাপের মুখে পড়েও রাশিয়ার নিন্দা করেনি ভারত। রাষ্ট্রসংঘেও ভোট দান থেকে বিরত থেকেছে ভারত। এর বদলে কম দামে রাশিয়া থেকে অশোধিত তেল আমদানি করেছে ভারত। এর পর থেকেই আন্তর্জাতিক মহলের নজর ছিল শুক্রবারের বৈঠকের দিকে।


Sudipto

সম্পর্কিত খবর