এক ঝাড়ুদারের সাথে অবৈধ সম্পর্ক পুতিনের, রাতারাতি হয়েছেন কোটি টাকার মালিক

Published On:

 বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার (russia) সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir putin) সম্পর্কে এমন প্রকাশ করেছে, যা শুনে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন।  এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পুতিনের একজন মহিলা ঝাড়ুদারের সাথে অবৈধ সম্পর্ক ছিল।  অভিযোগ এর গুরুত্ব বিচার করে পুতিনের মুখপাত্র সাথে সাথেই ব্যাখ্যার জন্য এগিয়ে আসেন এবং অভিযোগগুলি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এই খবরে বলা হয়েছে বলা হয়েছে, এই অবৈধ  সম্পর্কের কারণে পুতিনের একটি ১৭ বছরের কন্যা সন্তানও রয়েছে।  মহিলা যখন পরিস্কার কর্মী হিসাবে কাজ করছিলেন, তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন।  খুব অল্প অর্থ আয় করতেন তখন তিনি।  তবে রাষ্ট্রপতি পুতিনের ঘনিষ্ঠ হওয়ার পরে এখন তাঁর সম্পদ হয়েছে প্রায় কয়েক কোটি।  ভ্লাদিমির পুতিনের তথাকথিত মহিলা বন্ধু হলেন স্বেতলানা ক্রিভনোগিখ।

তবে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিজে এই ঘটনা সম্পর্কে কোনও ব্যাখ্যা দেননি।  তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে উড়োজাহাজের তথ্য দেখায় যে  পুতিন যে ফ্লাইটে চড়তেন সেগুলিতে প্রায়শই স্বেতলানা উপস্থিত থাকতেন।প্রতিবেদন অনুসারে, পুতিন মহিলার সম্মতিতে সম্পর্ক আরও বাড়িয়েছিলেন।  এখনো পুতিন সেই মহিলা এবং তার মেয়ের পুরো যত্ন নেন।

প্রিক্ট মিডিয়া নামের এর এক সংবাদ মাধ্যম জানায় যে সেই মহিলা প্রথম দিকে কথা বললেও, পরবর্তী কালে কোনো  বার্তার  উত্তর দেননি।  সংবাদমাধ্যম সূত্রে খবর  ছড়িয়ে পরার সাথে সাথেই তারা  তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি থেকে সব ছবি সরিয়ে ফেলেন।

X