পুরুষ লিঙ্গের আকারে পুতিনের মাথা! অদ্ভুত মূর্তি বসল ইংল্যান্ডে, ইচ্ছা হলে ছুঁড়তে পারবেন কাঁচা ডিমও

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার (Russia) ইউক্রেন আক্রমণের অদ্ভুত প্রতিবাদ। ইংল্যান্ডের একটি গ্রামে বসল ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মূর্তি। যার মাথাটা তৈরু করা হল পুরুষ লিঙ্গের আকারে। সেই মূর্তির সামনে বোর্ডে লেখা রয়েছে ‘বেলেন্ড অফ দ্যা ইয়ার।’ ইংরেজি ভাষায় একটি অশ্লীল বা গালিগালাজ সূচক শব্দ হল ‘বেলেন্ড’। এর অর্থ হল একজন বিরক্তিকর বা বোকা মানুষ। শুধু এখানেই শেষ নয়। মূর্তির সামনে রাখা রয়েছে একটি ডিমের ঝুড়িও। পথচারীরা ওই ডিমের পেটি থেকে ডিম তুলে মূর্তিকে উদ্দেশ করে ছুঁড়ে মারতে পারেন।

ইউক্রেনে (Ukraine) রাশিয়ার আক্রমণের প্রায় ১০ মাস হয়ে গিয়েছে। এখনও চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যার জেরে হয়েছে অসংখ্য প্রাণহানি। ক্ষয়ক্ষতির অংকও বিরাট। কিন্তু হঠাৎ এই মূর্তি তৈরির পিছনে কারণ কী? সংঠকরা জানাচ্ছেন, তাঁদের এমন একজন কাউকে একটা দরকার ছিল, যাকে এই ‘বেলেন্ড অফ দ্যা ইয়ার’ খেতাবটি দেওয়া যায়। এই মুহুর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে ভালো কোনও নাম হতেই পারে না! কারণ, পুতিন হচ্ছে গোটা বছরের জন্য সার্বজনীন ‘বেলেন্ড’! এমনই দাবি তাঁদের।

সংগঠকদের পক্ষ থেকে আরও জানান হয়, তারা এই মূর্তি বিক্রির পরিকল্পনাও করেছেন। এই মূর্তিটি বিক্রি করে যে টাকা উঠবে, তা দিয়ে তাঁরা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীদের সাহায্য করবেন।

প্রসঙ্গত, ইউক্রেনে হামলা শুরুর আগে রাশিয়া পরিস্কার জানিয়েছিল, ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে সেটার জন্যই এই আক্রমণ কিনা, সেটা অবশ্য স্পষ্ট করে বলেনি মস্কো। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তেমনই মনে করতেন রাজনীতিকরা। পরে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তথা রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট করে জানিয়ে দেন, ইউক্রেন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করার কথা আনুষ্ঠানিক ঘোষণা করলেও, তাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে না রাশিয়া।

Sudipto

সম্পর্কিত খবর