Jio-Airtel-এর ঘুম উড়িয়ে দিল Vi! ২০ কোটি গ্রাহকের জন্য নিয়ে এল দুর্ধর্ষ প্ল্যান, দাম মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea দেশের 3 টি বড় টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায়, সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে প্রায়শই এই 3 টি কোম্পানির মধ্যে তীব্র প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। যদিও বেসরকারি সংস্থাগুলি যখন থেকে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, তখন থেকেই BSNL-এর প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। এদিকে, বর্তমানে 49 কোটি ব্যবহারকারী নিয়ে Jio দেশের এক নম্বর টেলিকম সংস্থা। ঠিক এই আবহেই Vodafone-Idea তার গ্রাহকদের জন্য এমন একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান প্রবর্তন করেছে যা Jio এবং BSNL উভয় সংস্থারই ঘুম উড়িয়েছে। ঘুমহীন রাত দিয়েছে।

দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল Vodafone-Idea:

জানিয়ে রাখি যে, সারা দেশে 20 কোটিরও বেশি মানুষ তাঁদের স্মার্টফোনে Vi সিম ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে কোম্পানি সস্তা এবং দুর্দান্ত অফার সহ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সম্প্রতি, Vodafone-Idea তাদের তালিকায় 719 টাকার একটি প্ল্যান যুক্ত করেছে। যেটিতে গ্রাহকদের জন্য একাধিক অফার উপলব্ধ করা হচ্ছে।

দুর্দান্ত অফার সহ Vi-এর 719 টাকার প্ল্যান: জানিয়ে রাখি যে, 719 টাকার একটি প্ল্যান ইতিমধ্যেই Vodafone Idea-এর তালিকায় উপস্থিত ছিল। কিন্তু, গত জুলাই মাসে, Vi এই প্ল্যানের দাম বৃদ্ধি করে। এদিকে, সস্তা রিচার্জ প্ল্যানের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে, Vi আবারও তালিকায় 719 টাকার একটি প্ল্যান যুক্ত করেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Vodafone-Idea brought a great front this time.

Vodafone-Idea তার 719 টাকার প্ল্যানের মাধ্যমে অন্যান্য টেলিকম কোম্পানিগুলির ঘুম উড়িয়েছে। Vi এই প্ল্যানে তার ব্যবহারকারীদের মোট 72 দিনের ভ্যালিডিটি প্রদান করছে। এই প্ল্যানে 72 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কের জন্য আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন 100 টি ফ্রি SMS-এর সুবিধাও মিলছে।

আরও পড়ুন: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম T20 ম্যাচ! মোবাইলেও দেখা যাবে বিনামূল্যে, এখনই নিন জেনে

এই প্ল্যানে 72 GB ডেটা পাওয়া যাবে: জানিয়ে রাখি যে, Vodafone-Idea-র এই রিচার্জ প্ল্যানে মোট 72 GB হাই স্পিড ইন্টারনেট ডেটা দেওয়া হয়েছে। যেখানে দৈনিক ডেটা লিমিট শেষ হওয়ার পরেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। যদিও তখন 64kbps স্পিড মিলবে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল তাঁবুতে আচমকাই ব্যারেটো! মোহনবাগানের প্রাক্তনী নিলেন লাল-হলুদ জার্সি, কেসটা কি?

Vodafone Idea এখন 719 টাকার প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলিতে বিভিন্ন পরিবর্তন করেছে। এই প্ল্যানে, কোম্পানি গত জুলাইয়ের আগে গ্রাহকদের 84 দিনের ভ্যালিডিটি প্রদান করত। এদিকে, আগে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB ডেটা পেতেন। এমতাবস্থায়, 719 টাকার প্ল্যানের দাম 859 টাকায় বৃদ্ধি করে এই সমস্ত সুবিধাগুলি ব্যবহারকারীদের দেওয়া হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর