Jio- Airtel-এর উড়ল ঘুম! ১৫০ টাকার নিচে ২ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান লঞ্চ করল Vi, বেজায় খুশি গ্রাহকেরা

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে টেলিকম সংস্থা Vodafone-Idea-র গ্রাহক সংখ্যা যথেষ্ট কমে গিয়েছে। এমতাবস্থায়, গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল এই সংস্থা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Vodafone-Idea এবার গ্রাহকদের সুবিধার্থে 150 টাকার নিচে দু’টি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এমতাবস্থায়, আপনিও যদি Vi-র গ্রাহক হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

২ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান লঞ্চ করল Vi (Vodafone-Idea):

প্রসঙ্গত উল্লেখ্য যে, টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া তথা TRAI-এর সাম্প্রতিক নতুন রিপোর্টে দেখা গিয়েছে যে Vi-র ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই কমেছে। এদিকে, এই কোম্পানিটি তার নেটওয়ার্ক উন্নত করার ক্ষেত্রেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই দেশের 17 টি টেলিকম সার্কেলে কম স্কেলে 5G পরিষেবা চালু করেছে Vi। এমতাবস্থায় চলুন জেনে নিই, এই সংস্থার 150 টাকার কমের দু’টি রিচার্জ প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানগুলির একটির দাম 128 টাকা এবং অন্যটির দাম 138 টাকা।

Vodafone-Idea has launched 2 recharge plans.

Vi-এর 128 টাকার প্ল্যান: Vodafone-Idea-এর এই সস্তা প্ল্যানে ব্যবহারকারীরা মোট 100 MB ডেটার সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকেরা প্রতি সেকেন্ডে 2.5 পয়সা হারে লোকাল এবং STD কলের সুবিধা পাবেন। এর পাশাপাশি এই কোম্পানি ব্যবহারকারীদের 10 টি স্থানীয় অন-নাইট কলিং মিনিটের সুবিধা দিচ্ছে। রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত ব্যবহারকারীরা এই ফ্রি কলিংয়ের সুবিধা নিতে পারবেন। তবে, Vi-এর এই প্ল্যানে অন্য কোনও ফ্রি সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানের ভালিডিটি তথা বৈধতা হল 18 দিন। কোম্পানিটি মূলত সিম সক্রিয় রাখতে এই প্ল্যানটি চালু করেছে।

আরও পড়ুন: সচিনের গ্যারেজে নতুন অতিথি! কিনে ফেললেন এই বিলাসবহুল গাড়ি, দাম জানলে চমকে উঠবেন

Vi-এর 138 টাকার রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানটি 20 দিনের ভালিডিটির সাথে উপলব্ধ হয়। ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট 100 MB ফ্রি ডেটার সুবিধাও পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা 10 টি ফ্রি স্থানীয় অন-নাইট কলিং মিনিটের সুবিধা মিলবে। কল করার জন্য, ব্যবহারকারীদের প্রতি সেকেন্ডে 2.5 পয়সা চার্জ করা হবে। তবে, বিনামূল্যের SMS বান্ডেলের কোনও সুবিধা থাকবে না।

আরও পড়ুন: ট্রাম্পের এই একটি নীতিই চ্যালেঞ্জের মুখে ফেলবে RBI-কে! প্রভাবিত হবেন ভারতীয়রা, সামনে এল রিপোর্ট

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Vodafone-Idea-এর এই রিচার্জ প্ল্যান বর্তমানে কর্ণাটক টেলিকম সার্কেলের ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। অর্থাৎ, Vodafone-Idea-এর এই রিচার্জ প্ল্যান কর্ণাটক ছাড়া অন্য কোনও টেলিকম সার্কেলে উপলব্ধ নেই। TRAI সম্প্রতি টেলিকম সংস্থাগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। যাতে তাদের 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিং এবং SMS-এর জন্য আলাদা রিচার্জ উপলব্ধ করতে বলা হয়েছে। এছাড়াও, নতুন নির্দেশিকাতে, STV (Special Tariff Voucher)-র ভ্যালিডিটি বাড়িয়ে 365 দিন করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর