এক বছরের সেরা প্ল্যান! Vi’র এই রিচার্জে মিলবে আনলিমিটেড কল, সঙ্গে এক্সট্রা ডেটা

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ভোডাফোন ভারতের অন্যতম প্রসিদ্ধ একটি টেলিকম সংস্থা ছিল। কিন্তু ক্রমবর্ধমান লোকসান ভোডাফোন (Vodafone) টেলিকম সংস্থাকে ভারতের তৃতীয় বৃহত্তম মোবাইল সংস্থার পরিণত করেছে। কিছুদিন আগে ভোডাফোন গ্রুপ আইডিয়া সেলুলারের (Idea Cellular) সাথে চুক্তিবদ্ধ হয়ে ভি (Vi) নামে টেলিকম সেবা দিচ্ছে।

ভি গ্রাহকদের জন্য বিভিন্ন সময় সস্তার প্ল্যান অফার করে। বর্তমানে এই টেলিকম সংস্থা কিছু দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এসেছে। আর এই প্ল্যানগুলি যে ভীষণ লাভদায়ক তা বলাই বাহুল্য। ৩৬৫ দিনের এই প্ল্যানগুলিতে রয়েছে প্রচুর সুবিধা। আজকের এই প্রতিবেদনে আমরা ভোডাফোন আইডিয়ার (ভি) এই প্ল্যান সম্পর্কে আলোচনা করব।

৩০৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা পাওয়া যায়। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা। এছাড়াও রয়েছে অফুরন্ত কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা। তবে সব থেকে বড় অফার হল এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ৫০ জিবি ডাটা। এর সাথে থাকবে ডিজনি+ হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন।

দীর্ঘমেয়াদী প্ল্যান হিসাবে ভি এর রয়েছে ২৯৯৯ টাকার একটি প্ল্যান। এর বৈধতাও ৩৬৫ দিন। এই প্ল্যানে গ্রাহকরা মোট ৮৫০ জিবি ডেটা পাবেন। এছাড়াও আনলিমিটেড কলসহ থাকবে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা।

অন্যদিকে ভোডাফোন আইডিয়ার ২,৮৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে যা গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা অফার করে। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন সপ্তাহ শেষে ডেটা রোল ওভার, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা।

vodafone idea vi

১,৭৯৯ টাকার ভি-র যে প্ল্যান রয়েছে তাতে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৪ জিবি ডাটা। এছাড়াও দেওয়া হয় ৩৬০০টি এসএমএস পাঠানোর সুবিধা। অন্যান্য প্ল্যানের মতো এই প্ল্যানেও গ্রাহকরা আনলিমিটেড কল করার সুবিধা পাবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর