VI-র দারুণ দুটি প্ল্যান, মাত্র ৪ টাকা দিলেই পাবেন দ্বিগুন বৈধতা

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের জন্য সবসময়ই বিভিন্ন আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হয় ভিআই। কিন্তু আপনি জানেন কি এই সংস্থারই এমন দুটি প্ল্যান রয়েছে যেখানে মাত্র ৪ টাকার ব্যবধানে পাওয়া যায় ২৮ দিন বেশি ভ্যালিডিটি? প্রথম প্ল্যানটির বৈধতা মাত্র ২৮ দিন। কিন্তু প্রথম প্ল্যানটির থেকে মাত্র ৪ টাকা বেশি ব্যয় করলেই পাওয়া যায় ৫৬ দিনের প্ল্যানের বৈধতা। জেনে নিন এই প্ল্যান দুটির ব্যাপারে বিস্তারিত

প্রথমেই আসা যাক প্রথম প্ল্যানটির ব্যাপারে। এই প্ল্যানটির অধিনে সংস্থা ৪৭৫ টাকার বিনিময়ে মাত্র ২৮ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানটিতে প্রতিদিন ৪ জিবি ডেটা পান ব্যবহারকারীরা। একই সঙ্গে এই প্ল্যানটিতে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এবং দিন প্রতি ১০০ টি ফ্রি এসএমএস পরিষেবা। শুধু তাই নয় এই পরিকল্পনাটিতেই ভিআই এর বিঞ্জ অল নাইট এবং উইকেন্ড রোল ওভার সুবিধাও পেয়ে থাকেন গ্রাহক।

এই দুটি পরিষেবার আওতায় ব্যবহারকারীরা রাত ১২ টা থেকে সকাল ৬ টা অবধি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। একই সঙ্গে যদি কোনও গ্রাহক তাঁর প্রতিদিনের ডেটা সম্পূর্ণ ব্যবহার না করে থাকেন তাহলে সপ্তাহের শেষ দুই দিন অর্থাৎ শনি এবং রবিবার এই খরচ না হওয়া ডেটা তিনি ব্যবহার করতে পারবেন। প্রতি সপ্তাহ শেষে সোমবার থেকে শুক্রবারের অতিরিক্ত ডেটা উইকেন্ড রোলওভার প্ল্যানের অধীনে ব্যবহার করতে পারবেন গ্রাহক।

vi

এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় প্ল্যানটির ব্যাপারে। প্রথম প্ল্যানটির থেকে মাত্র ৪ টা বেশি দিয়েই পাওয়া সম্ভব এই প্ল্যানটি। ৪৭৯ টাকার এই প্ল্যানটিতে সংস্থা দিচ্ছে ৫৬ দিনের বৈধতা, যা প্রথম প্ল্যানটির থেকে আক্ষরিক অর্থেই দ্বিগুন। তবে এই প্ল্যানটিতে দৈনিক ডেটার পরিমান ৪৭৫ টাকার প্ল্যানটির তুলনায় অর্ধেক। এই প্ল্যানটিতে মাত্র ১.৫ জিবি ডেটা পাওয়া যায় প্রতিদিন। সঙ্গে পাওয়া যায় প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং পরিষেবা এবং ১০০ টি ফ্রি এসএমএস। এই প্ল্যানটিতেও বিঞ্জ অল নাইট এবং উইকেন্ড রোল ওভারের সুবিধা পান ব্যবহারকারীরা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর