বাংলাহান্ট ডেস্কঃ বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে। আনলকডাউন হলেও অনেক সংস্থার কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহবন্দী মানুষও নিজের অধিকাংশ সময় অতিবাহিত করছেন ইন্টারনেটে।
তাই এই মুহূর্তে প্রত্যেকেরই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি ডেটা খরচ হচ্ছে।আপনি যদি নিজের ডেটা প্ল্যানে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনার জন্য ভোডাফোন নিয়ে এসেছে অতিরিক্ত ডেটা। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে কম খরচে বেশী ডেটা দেবার সিদ্ধান্ত নিয়েছে তার।
- প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত এমন প্ল্যানগুলিতে এবার থেকে পাওয়া যাবে ৪ জিবি ডেটা। জেনে নিন কোন ৩ টি প্ল্যানে রয়েছে এই অফার
- 299 টাকার ভোডাফোন প্ল্যানে প্রতিদিন 2 +2 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও, 100 টি মেসেজ সহ আনলিমিটেড কলিংও দিচ্ছে সংস্থাটি। বৈধতা ২৮ দিন।
- ভোডাফোনের ৪৪৯ টাকার রিচার্য প্ল্যানে সংস্থাটি ২৯৯ টাকার প্ল্যানের মতই প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে। পাশাপাশি পাবেন অতিরিক্ত ২ জিবিও। এ ছাড়াও সংস্থাটি ১০০ টি এসএমএস সহ সীমাহীন কলিংও দিচ্ছে। এই পরিকল্পনাটি 56 দিনের জন্য বৈধ হবে।
- একই সাথে ৬৯৯ টাকার রিচার্জ প্ল্যানেও পাওয়া যাবে প্রতিদিন 2+2 জিবি ডেটা ও ১০০ এসএমএস। পাশাপাশি সমস্ত নেটওয়ার্কে ফ্রি আনলিমিটেড কলিংও পাওয়া যাবে। এর বৈধতা 84 দিনের জন্য থাকবে।
- রিলায়েন্স জিওর 349 টাকার প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। যা 28 দিনের মেয়াদে এই প্ল্যানে Jio নেটওয়ার্কগুলির জন্য সীমাহীন কলিং উপলব্ধ। অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য এই পরিকল্পনায় 1000 মিনিট উপলব্ধ।
- রিলায়েন্স জিওর প্ল্যান, যা 28 দিনের মেয়াদ সহ আসে, প্রতিদিন 6 জিবি অতিরিক্ত ডেটা সহ 3 জিবি সরবরাহ করা হয়। এই পরিকল্পনায় মোট 90 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়।
- এয়ারটেলেও আপনি প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। 28 দিনের মেয়াদ সহ এই পরিকল্পনাটি সব নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যায়। এছাড়াও প্রতিদিন 100 টি বিনামূল্যে এসএমএস করা যায়।