‘বাবুল সুপ্রিয় নয়, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন’, বালিগঞ্জে নির্বাচনী প্রচারে বললেন অভিষেক

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বেজে উঠেছে উপনির্বাচনের ঢাক। হাতে আর মাত্র দিন চারেক। তারপরই উপনির্বাচন বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে। বালিগঞ্জে বিধানসভা আসনে ভোট হলেও আসানসোলে লড়াই লোকসভায় আসন দখলের জন্যই। এই সবকিছুর মধ্যেই বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

প্রার্থীপদে বাবুল সুপ্রিয়র নাম ঘোষণা করার পর থেকেই তুমুল শোরগোল বঙ্গ রাজনীতিকে। মাঝে কেটেছে হাতে গুনে মাত্র বছর খানেক। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর গাওয়া মমতা বিরোধী গান আজও প্রচারে ব্যবহার করে বিজেপি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দান করেন তিনি। মুখ্যমন্ত্রী যে তাঁকে বড় পদই দেবেন তা নিয়ে জল্পনা ছিলই। তারপরই তাঁকে বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী করে তৃণমূল।

কিন্তু তিনি প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাবুলকে। তিনি দল ছাড়লেও পুরোনো দলের স্মৃতি এখনও মোছেনি মানুষের মন থেকে। ফলে উঠছে একাধিক প্রশ্ন। এহেন অবস্থায় এবার বাবুলকে আড়াল করতে বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বাবুল সুপ্রিয়র সমর্থনে কলকাতায় একটি বিরাট মিছিল বের করে তৃণমূল। সেই মিছিলে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দেবাশীষ কুমার ছাড়াও অন্যান্যরাও। এই মিছিল থেকেই অভিষেক বলেন, ‘জয় শ্রীরাম স্লোগান ছেড়ে জয় বাংলা বলছেন বাবুল। মানুষ বাবুল সুপ্রিয়কে দেখে নয় ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই।’

এদিন মিছিল থেকে বিজেপিকেও একহাত নিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘হার হজম হচ্ছে না। ইডি-সিবিআই লাগিয়ে নিজেদের কাজ হাসিল করতে চাইছে বিজেপি। নারদ কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়কে সিবিআই গ্রেপ্তার করেছিল। আর তিনিই ৭৫ হাজার ভোটে জিতেছেন।’ এরপরই শুভেন্দুকে আক্রমণ করে বলেন, ‘যাঁকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেল, তিনি এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে গিয়েছেন। বাবুল সুপ্রিয় পদ ছেড়ে তৃণমূলে এসেছেন। ওনাকে কিছু বলার আগে বাড়ির লোকেদের বলুন, পদ ছাড়তে।’ তাঁর এই মন্তব্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ এমনটাই মত পর্যবেক্ষক মহলের।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর