বাংলা হান্ট ডেস্ক- লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে পারেনি তৃণমূল। তাই ২০২১ এ বিধানসভা ভোটে নিজের জায়গা ফেরাতে মরিয়া মমতার সরকার। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তৃণমূলের বারাসাতের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।
গতকাল দিদিকে বলো কর্মসূচিতে বারাসাতের আপন পল্লী ও রামকৃষ্ণ পল্লীতে যান চিরঞ্জিত। অতঃপর সেখানকার স্থানীয় বাসিন্দারা তার কাছে জল জমা থেকে শুরু করে রাস্তাঘাটের দুর্দশা ও অন্যান্য সমস্যার কথা জানান জানাতে শুরু করেন। সেই মুহূর্তেই তাদের থামিয়ে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত বলেন, “এখন এটার সময় নয়, ভোটের আগে আসলে এসব শুনবো।
“ফলে নিমেষের মধ্যে মানুষের উৎসাহ ক্ষোভে পরিনত হয়েছে। একজন বিধায়ক হিসেবে চিরঞ্জিতের করা এই মন্তব্যের জন্য নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।