পঞ্চম দফার ভোট চলাকালীন জঙ্গি হামলার শিকার কাশ্মীর!

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফায় লোকসভা নির্বাচন। আজ ভোট চলাকালীন ফের জঙ্গি হামলার শিকার হল কাশ্মীর।

আজ সকালেই পুলওয়ামা ও ত্রালের ভোট কেন্দ্রে ভোট চলাকালী ই হয় গ্রেনেড হামলা। ৫ মিনিটের ব্যবধানে এই দুটি বুথে হামলা চালানো হয়. কাশ্মীরের ত্রাল এলাকাী একটি বুথে গ্রেনেড বোমা ও পুলওয়ামার একটি বুথে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।

যদিও এই হামলার পর এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

কারা এই হামলা করল এবং এই হামলার সাথে কোন মাথা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর

X