“ভোটে আমি ২০০% জিতে আছি” : অর্জুন সিং

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফায় লোকসভা নির্বাচন। এই অবস্থায় সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা নিশ্চয়ই আর বলতে বলতে বাকি রাখে না।

আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিয়ে এসেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোট দেওয়ার পরই তৃণমূলকে উদ্দেশ্য করে অর্জুন সিং বলেন, ” ভোটে আমি ২০০% জিতে আছি । জয় নিয়ে ভাবছি না।

কিন্তু কত লিড পাবো সেটাই চিন্তা। তৃণমূল অনেক কিছু ভাবছে। কিন্তু ভোটের রেজাল্ট এর দিন সব কিছু টের পাবে ওরা। ” আজ ভোট দান পর্ব সারার পরেই

এভাবেই তৃণমূলকে আক্রমণ করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

সম্পর্কিত খবর

X