বাংলা হান্ট ডেস্ক: অনুব্রতর (Anubrata Mandal) খাসতালুকে শয়ে-শয়ে ভোটার কার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ব্লক প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। সেখানেই ব্লক অফিসের পিছনে প্রচুর ভোটার কার্ড পুড়তে লক্ষ্য করেন স্থানীয়রা। আর এই ঘটনা ঘিরেই রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে।
ভোটের প্রাক্কালে অবৈধভাবে অসংখ্য ভোটার কার্ড পোড়ানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে বিজেপি । সম্পূর্ণ বেআইনি ভাবে ‘চুপিসারে’ ওই ভোটার কার্ড গুলি পুড়িয়ে ফেলা হচ্ছে বলে দাবি করেছে তারা। বিজেপির জেলা সহ সভাপতি বলাই চ্যাটার্জীর অভিযোগ, ‘জেলা প্রশাসন সম্পূর্ণ বেআইনি ভাবে ভোটার কার্ড পোড়াচ্ছে। বিধানসভা ভোট সামনে আসায় ইচ্ছাকৃত ভাবেই এসব করা হচ্ছে। আমরা এসডিও, জেলাশাসকের কাছে এই নিয়ে অভিযোগ জানাব।’
তবে বিজেপির এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে বোলপুরের ব্লক প্রশাসন। তাদের তরফে জানানো হয়, ওই ভোটার কার্ডগুলি বাতিল। তাই পুড়িয়ে ফেলা হচ্ছিল। নির্বাচনের আগে সব এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।
বোলপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই প্রসঙ্গে জানান, ‘ওগুলো বাতিল হয়ে যাওয়া ভোটার কার্ড। অনেক ভোটার সংশোধিত নতুন ভোটার কার্ড পাচ্ছেন। তাই আমরা পুরনোগুলি সুরক্ষার খাতিরে পুড়িয়ে ফেলছি। নিয়ম মেনেই এই কাজ করা হচ্ছে।