কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সব রাজনৈতিক দলই, উল্টে বেজায় খুশি ভোটাররা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে নির্বাচনী মরশুম। ভোট পরিস্থিতি যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, সেজন্য রাজ্যে উপস্থিত হয়েছে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী (Central forces)। ভোট পূর্বেই রাজ্যের বিভিন্ন অংশে টহল দেওয়া থেকে শুরু করে, রুট মার্চ করে নাগরিকদের নির্ভয়ে ভোট দান করার আশ্বাস দিয়েছেন তাঁরা।

তবে এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নানান রাজনৈতিক দল। ভোটের দিন ঠিক মত কাজ করছে না কেন্দ্রীয় বাহিনী, তাদের ভূমিকা হতাশাজনক, অত্যাচার চালাচ্ছে রাজ্যের মানুষের উপর- এরকম নানা রকম অভিযোগ উঠলেও, এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় কিন্তু সন্তুষ্ট রাজ্যের সিংহভাগ ভোটার।

314443 ec

যেমন- ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেছেন, ‘ব্যাপক অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী’। অন্যদিকে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদারের অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা পুরোপুরি হতাশাজনক’। আবার ফলতার বিজেপি প্রার্থীও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী বলেছেন, ‘খুব ভালোও বলা যায় না, আবার খুব খারাপও বলা যায় না’।

রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে কেন্দ্রীয় বাহিনীর নামে ঝুড়ি ঝুড়ি অভিযোগ এলেও, তাতে কোনভাবেই সহমত হতে পারছেন না ভোটাররা। তাদের দাবি, যেসব এলাকায় ভোটের আবহে আতঙ্কে দিন কাটাত এলাকাবাসী, ভয়ের পরিবেশ ছড়িয়ে থাকত সর্বত্রই, এমনকি তালাবন্দি হয়ে কাটাতে হত নাগরিকদের- সেইসব এলাকাবাসীর আতঙ্ক ঘুচিয়েছে এই কেন্দ্রীয় বাহিনী।

ভোট পর্বে কেন্দ্রীয় বাহিনীর টহল, রুট মার্চ, নাগরিকদের ভোট প্রদানে আশ্বস্ত করার ফলে, কিছুটা হলেও আতঙ্ক কেটেছে তাদের। রাজনৈতিক নেতৃত্বরা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হলেও, বেজায় খুশি সাধারণ ভোটাররা।


Smita Hari

সম্পর্কিত খবর