বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিনের জন্য বিশ্রাম পেলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও। তার বদলে তার প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করবেন। রাহুল একা নন, তার সাথে সাথে তার সাপোর্ট স্টাফ সদস্য বিক্রম রাঠৌর, ব্যাটিং কোচ এবং বোলিং কোচ পারস মামব্রেকেও এশিয়া কাপ অবধি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হায়দরাবাদি তারকার সাথে সহকারী হিসাবে যাবেন প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে এবং হৃষিকেশ কানিটকারকে।
একটি বিবৃতি দিয়ে গোটা বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি বিবৃতিতে বলেছেন “ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের সঙ্গে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন। বিসিসিআই দ্রাবিড়কে কয়েক দিনের জন্য বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের উদ্দেশ্যে ভারতীয় দল ২০শে আগস্ট রওনা দেবে। তাই রাহুল দ্রাবিড়ের পক্ষে এই ওডিআই সফরে থেকে দুবাই ভ্রমণ করা অসম্ভব ছিল। তাই লক্ষ্মণ এই সিরিজে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতের মুল টি-টোয়েন্টি দলটি আপাতত কুড়ি দিনের বিশ্রাম রয়েছেন। মাঝে জিম্বাবোয়ে সফর থাকলেও তাতে নিয়মিত তারকার কেউই প্রায় যাচ্ছেন না। এরপর রয়েছে এশিয়া কাপ। ২৮ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওই হাইভোল্টেজ টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারত। এশিয়া কাপ শেষ হলে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে ভারত।
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান