বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল কাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে কেন উইলিয়ামদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা আরম্ভ করবে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের পর তারা একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। তরুণ ক্রিকেটারদের নিয়ে মূলত এই সিরিজের মাঠে নামছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবি অশ্বিনের মতো তারকা ক্রিকেটাররা এই সিরিজের অংশ নন।
রোহিত শর্মার অনুপস্থিতিতে এই টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এর আগেও তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে এইবারের সিরিজটার গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ হার্দিক পান্ডিয়ার বয়ান অনুযায়ী এই সিরিজ থেকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছে ভারত। তিনি জানিয়েছেন যে আগামী দু বছরে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে ভারতীয় দল নিজেদেরকে প্রমাণ করার সুযোগ করে দেবে।
এই নিউজল্যান্ড সফরের জন্য নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে এবং তার জায়গায় আপাতত ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। যদিও এরপরে বাংলাদেশ সফর থেকে ফের নিয়মিত কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন। তবে এই স্বল্প সময়ের মধ্যে দায়িত্ব নিয়েই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে ভিভিএস লক্ষ্মণের গলায়।
হার্দিক পান্ডিয়ার প্রশংসা করে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি বলেছেন, “ও হল একজন ক্রীড়াবিদের খুঁটিনাটি বিষয়ে পাশে থাকার মতো অধিনায়ক। যে কোনও সমস্যায় সব সময় তাকে পাশে পাওয়া যায়। দলের তরুণ ক্রিকেটাররা যেকোনো দরকারে তার কাছ থেকে পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই ব্যাপারটাই হার্দিকের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আমার নজরে পড়ে।”
ইতিমধ্যে অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই দাবি তুলেছেন যে হার্দিক পান্ডিয়াকে এই ফরম্যাটে নতুন অধিনায়ক করে রোহিতকে শুধুমাত্র ওডিআই এবং টেস্ট ফরম্যাট এর দায়িত্বে রাখা হোক। সেই দাবির বাস্তবায়ন হবে কিনা সেই নিয়ে এখনো বিসিসিআই কোনও ইঙ্গিত দেয়নি। তবে সত্যিই যদি তেমনটা হয়, তাহলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গতকাল থেকেই হয়তো আরম্ভ হতে চলেছে ওর অধিনায়ক হার্দিকের নতুন জয়যাত্রা।