লকডাউনে বাংলার ক্রিকেটারদের অনলাইন ক্লাস নিলেন ভিভিএস লক্ষ্মণ।

করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে সারা দেশজুড়ে লকডাউন চলছে। লকডাউনের জেরে দেশের সমস্ত খেলাধুলা বন্ধ। বন্ধ রয়েছে ক্রিকেট। এই পরিস্থিতি কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে সেটা কারুরই জানা নেই। ফের কবে বাইশ গজে ক্রিকেট ফিরবে সেটাও কেউ জানে না। তবে বঙ্গ ক্রিকেট সংস্থা ক্রিকেটারদের ফিট রাখার জন্য অনেক আগেই ভিডিও সেশন চালু করে দিয়েছে। এবার অনলাইনের মাধ্যমে বাংলার ক্রিকেটারদের ক্লাস নিলেন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

প্রত্যেক বছর মরশুম শেষ হওয়ার পর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি রিভিউ ক্যাম্প করেন। সেই রিভিউ ক্যাম্পে যোগদান করেন বাংলার ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ। তিনি প্রত্যেক ক্রিকেটারের সাথে আলাদা আলাদা ভাবে কথা বলে তাদের ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে দেন। সেই সাথে থাকেন বাংলার কোচ এবং সাপোর্ট স্টাফরা। কিন্তু এই বছর পরিস্থিতি অন্যরকম, লকডাউনের জেরে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সকলেই। এরফলে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেঙ্গল ক্রিকেটারদের ক্লাস নিলেন ভিভিএস লক্ষ্মণ।

IMG 20200428 162948

এই বছর রঞ্জি ট্রফিতে বেঙ্গল দলের সিনিয়র ওপেনার অভিষেক রমন প্রথম দিকের কয়েকটি ম্যাচে রান পেলেও শেষের দিকে ব্যাট হাতে একেবারে হতাশ করেন তিনি। সেই কারণেই এইদিন বেশ কিছুটা সময় অভিষেকের সাথে কাটান ভিভিএস লক্ষ্মণ। এইদিন অভিষেকের সাথে কথা বলে তার ব্যাটিংয়ের কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলি সব বুঝিয়ে দেন ভিভিএস লক্ষ্মণ। সেই সাথে বোলিং সহায়ক পিচে কিভাবে প্রথম কয়েক ঘন্টা ব্যাটিং করতে হয় সেই ব্যাপারেও অভিষেকের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন ভিভিএস লক্ষ্মণ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর