বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আগামী কয়েক মাসে একাধিক ম্যাচ খেলবে। যার মধ্যে রয়েছে আয়ারল্যান্ড সফর এবং চীনের মাটিতে আয়োজিত হতে চলে এশিয়ান গেমস (Asian Games 2023)। উল্লেখিত এই টুর্নামেন্টগুলিতে মূল দলকে নামাতে চাইছে না বিসিসিআই (BCCI)। সেই জন্য একটি দ্বিতীয় সারির দল প্রয়োজন যারা এই টুর্নামেন্টগুলোতে অংশ নেবে।
ভারতীয় মূল দলকে এই মুহূর্তে পরিচালনা করেন রাহুল দ্রাবিড়। তার পারফরমেন্স ভারতীয় কোচ হিসেবে খুব একটা আশাব্যাঞ্জক নয়। তবুও বিসিসিআই ভারতীয় দলের বাকি গুরুত্বপূর্ণ সদস্যদের মতো তাকেও এইসব কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলের দায়িত্বে রাখতে চান না।
তার জায়গায় ইতিপূর্বেও প্রয়োজনে ভারতীয় কোচের দায়িত্ব পালন করা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ-কে দায়িত্ব দিচ্ছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় অসুস্থতা বা বিশ্রামের কারণে ভারতীয় দলের অংশ না হলে তিনি এই কোচিংয়ের দায়িত্ব আগেও পালন করেছেন। এই সিদ্ধান্ত নিয়ে আগেও অনেককে সমালোচনা করেছেন।
ভারতীয় দলকে আয়ারল্যান্ড শহরে এবং এশিয়ান গেমসে লক্ষ্মণই সামনে রাখবেন। এশিয়ান গেমস আয়োজিত হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ঠিক মাঝের সময়টা। ভারতের আয়ারল্যান্ড সফর হওয়ার কথা ঠিক তার আগেই। অর্থাৎ লক্ষ্মণের আওতায় থাকা এই দলটি আয়ারল্যান্ড শহর থেকে সরাসরি চীনের মাটিতে চলে যাবে এশিয়ার গেমসে অংশ নিতে।
এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিশ্নই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)