পাগল কুকুরের হামলায় মৃত্যু ব্যবসায়ীর, মর্মান্তিক পরিণতি ভারতীয় ধনকুবেরের

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আমেজের মধ্যে খারাপ খবর! প্রয়াত জনপ্রিয় ‘ওয়াগ বকরি চায়’ (Wagh Bakri Tea) গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাই (Parag Desai)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর বাড়ির বাইরে রাস্তায় কুকুর (Dog) তাড়া করেছিল পরাগকে। সেই সময় বাড়ির বাইরে হাঁটতে বেড়িয়েছিলেন পরাগ। তখনই বেশ কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। পথ চলতি কুকুরের তাড়া থেকে নিজেকে বাঁচাতে গিয়ে রাস্তায় উল্টে পড়েন তিনি। এরপরই তাঁর হেমারেজ ধরা পড়ে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

কুকুর তাড়া করার পর রাস্তায় পড়ে যাওয়ায় নিরাপত্তারক্ষীরা তাঁর পরিবারকে এ কথা জানান। তখন থেকেই চোট পেয়ে অসুস্থ পরাগ। তাঁকে ভর্তি করা হয়েছিল শেলবি হাসপাতালে। পরে তাঁকে ভর্তি করা হয় জাহিডাস হাসপাতালে। একদিন পরাগকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তাঁর অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু টানা সাত দিন ভেন্টিলেশনে থাকার পর অষ্টমীর দিন অর্থাৎ ২২ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

২৩ অক্টোবর অর্থাৎ সোমবার সকাল ৯টা নাগাদ তালতেজ শ্মশানে পরাগের শেষকৃত্য সম্পন্ন হয়। ‘ওয়াগ বাকরি চায়’-এর ম্যানেজিং ডিরেক্টর রাজেশ দেশাইয়ের ছেলে ছিলেন পরাগ দেশাই। তাঁর হাত ধরে এই সংস্থা সাফল্যের চূড়ায় পৌঁছয়। সংস্থার টার্নওভার দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটিতে। পরাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাণিজ্য মহলে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর