জানেন, কত নম্বর পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট ‘কনফার্ম’ হয়?এবার ফাঁস হল রেলের এই বিশেষ ট্রিক

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? শীতের মরশুমে অনেকেই রয়েছেন যারা ট্রেনে চেপে পরিবার বা বন্ধুদের সাথে চলে যান ঘুরতে। আবার অনেকেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য কারণে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন ট্রেনকে। যত সময় গেছে ততই দেশের নাগরিকদের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ভারতীয় রেল।

Waiting List কতদূর কনফার্ম হতে পারে?

শীতের সময়টাতে বেশ ভালই যাত্রী চাহিদা থাকে রেলে। তাই স্বাভাবিকভাবেই ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক সময় ট্রেনের টিকিট কাটলে তা চলে যায় ওয়েটিং লিস্টে (Waiting List)। তবে সেই ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা তা অনেকেই বুঝতে পারেন না।  ওয়েটিং লিস্টে কত নম্বর পর্যন্ত থাকা টিকিট (Ticket) কনফার্ম হতে পারে সেই বিষয়ে কি আপনার জানা আছে?

Waiting List

ওয়েটিং লিস্টে (Waiting List) থাকা টিকিট আদৌ কনফার্ম হবে কিনা সেই ট্রিকই এবার বলল ভারতীয় রেল। এই ফর্মুলা যদি জানা থাকে তাহলে অনেকটাই সুবিধা হতে পারে আপনারও। ভারতীয় রেল (Indian Railways) যে তথ্য দিয়েছে তাতে বলা হয়েছে দুটি উপায়ে কনফার্ম করা যায় টিকিট। একটি সাধারণ পদ্ধতির মাধ্যমে, অন্যটি জরুরী কোটার মাধ্যমে।

আরোও পড়ুন : ‘কঠোর নির্দেশ দিতে বাধ্য হব’, রাজ্যের প্রতি রুষ্ঠ প্রধান বিচারপতি, ১৪ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন

রেলওয়ে জানাচ্ছে, ট্রেনের (Train) সিট রিজার্ভেশনের পর গড়ে ২১% যাত্রী তা বাতিল করে দেন। স্লিপার কোচের ৭১টি সিটের মধ্যে গড়ে ১৪টি সিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। আবার ট্রেনের টিকিট কাটার পরেও যাত্রা করেন না গড়ে চার থেকে পাঁচ শতাংশ যাত্রী। যদি এই হিসাব যুক্ত করা যায় তাহলে গড়ে ২৫ শতাংশ সিট কনফার্ম হতে পারে। ধরা যাক একটি ট্রেনে দশটি স্লিপার কোচ রয়েছে।

Indian Railways one ticket Riding one train.

এভাবে ১০টি কোচে যদি ১৮টি করে সিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওয়েটিং লিস্টে ১৮০ নম্বর পর্যন্ত টিকিট কনফার্ম হওয়ার সুযোগ থেকে যায়। তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর কোচের ক্ষেত্রেও একই ফর্মুলা প্রযোজ্য। এছাড়াও রেলের জরুরী কোটায় সংরক্ষিত থাকে ১০% আসন। স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির আলাদা আলাদা নম্বর থাকে। এইভাবে হিসাব করে আপনি সহজেই অনুমান করতে পারেন যে ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হবে কিনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর