স্বামীর মৃত‍্যুর পর জোর করে ধর্মান্তকরণের চেষ্টা, পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ প্রয়াত ওয়াজিদ খানের স্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: গত মে মাসে অকালমৃত‍্যু হয় বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের (wajid khan)। তাঁর মৃত‍্যুর ছয় মাস পর এবার সঙ্গীত পরিচালকের পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন তাঁর স্ত্রী কমলরুখ খান (kamalrukh khan)। স্বামীর মৃত‍্যুর পর ফের জোর জবরদস্তি তাঁকে ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে। এমনি অভিযোগ এনে ধর্মান্তকরণ বিরোধী আইন পাশের পক্ষে সরব হন কমলরুখ।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এদিন একটি বড়সড় পোস্ট করেন প্রয়াত ওয়াজিদ খানের স্ত্রী। তাঁদের বিয়ের আগে থেকে এখনো পর্যন্ত যাবতীয় অভিযোগ তিনি এই পোস্টে তুলে ধরেছেন। তাঁর স্পষ্ট অভিযোগ ইসলাম ধর্মে পরিবর্তিত না হলে তাঁর সন্তানদের উত্তরাধিকার নিতে দেওয়া হচ্ছে না তাঁকে।

940365 kanganaranaut kamalrukhkhan

পোস্টে কমলরুখ জানান, কলেজে পড়াকালীনই ওয়াজিদ ও তিনি একে অপরের প্রেমে পড়েন। ওয়াজিদ ছিলেন মুসলিম ও তিনি নিজে পার্সী। কমলরুখ জানান স্পেশাল ম‍্যারেজ অ্যাক্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই অ্যাক্ট অনুসারে তাঁরা দুজনেই বিয়ের পর নিজের নিজের ধর্ম মেনে চলতে পারবেন।

তবে কমলরুখের অভিযোগ, বিয়ের আগে তাঁর পার্সী পরিবারে যেমন সুস্থ বিতর্ক, মত প্রকাশে স্বাধীনতা ছিল, বিয়ের পর ওয়াজিদের রক্ষণশীল পরিবারে তা পাননি তিনি। তাঁর মতো শিক্ষিত, নিজের ভিন্ন মতামত দেওয়া মেয়ে মেনে নিতে পারছিলেন না কেউ। উপরন্তু তাঁর উপর ধর্মান্তকরণ করার জন‍্য চাপ দেওয়া শুরু হয়।

https://www.instagram.com/p/CIGmzpvpZYe/?igshid=s161ieb1np1h

 

এমনকি কমলরুখ এমনো অভিযোগ করেন, তিনি ধর্ম পরিবর্তন করতে না চাওয়ায় তাঁর ও ওয়াজিদের সম্পর্কেও চিড় ধরে। সন্তানদের বাবা হওয়ার কর্তব‍্যেও অবহেলা শুরু করেন তিনি। এখন ওয়াজিদ খান মারা যাওয়ার পর ফের তাঁকে ধর্ম পরিবর্তন করার জন‍্য চাপ দেওয়া হচ্ছে বলে জানান কমলরুখ।

অপরদিকে কমলরুখের পাশে দাড়িয়ে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াতও। তিনি লিখেছেন, ‘পার্সীরা সত‍্যিই এদেশে সংখ‍্যালঘু। তারা এদেশে অনধিকার প্রবেশ করেনি। ভারতকে ভালবেসেই এসেছে। ভারতের অর্থনীতিতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট‍্যাগ করেছেন কঙ্গনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর