বাংলাহান্ট ডেস্ক : “তৃণমূলের নব জোয়ার” কর্মসূচি শুরুর আগেই দানা বেঁধেছে বিতর্ক। অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাত্রি যাপনের জায়গা তৈরি করা হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জ স্টেডিয়ামের দেওয়াল ভেঙে। এই অভিযোগ সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
আগামী ২৬ তারিখ জনসংযোগ কর্মসূচির জন্য তুফানগঞ্জ শহরের ক্রীড়া সংস্থার মাঠে অভিষেক রাত্রি যাপন করবেন। বিজেপি অভিযোগ তুলেছে অভিষেকের রাত্রি যাপনের জায়গা তৈরি করার জন্য ভেঙে ফেলা হচ্ছে ক্রীড়া সংস্থার মাঠের ইঁটের পাঁচিল। বিজেপির তুফানগঞ্জের শহর মণ্ডল সভাপতি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন মহকুমা শাসকের কাছে।
বিজেপির (Bharatiya Janata Party) জেলা সম্পাদক উৎপল দাস এই বিষয়ে বলেছেন, “তৃণমূল ও প্রশাসন একসাথে মিশে একাকার হয়ে গেছে। তুফানগঞ্জবাসী এটা লক্ষ্য করছেন যে রাজ ধর্ম পালনে ব্যর্থ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ একটি খেলার মাঠের পাঁচিল ভেঙে প্রশাসন সভা করার অনুমতি দিয়েছে। বিজেপির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি।”
তুফানগঞ্জ (Tufanganj) মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চাঁদ মোহন সাহা জানিয়েছেন, “ক্রীড়া সংস্থার মাঠের সামনের দিকে ইঁটের পাঁচিল ছিল না। এখানে জালের পাঁচিল ছিল। এই মুহূর্তে যেহেতু ওই মাঠে কোনও ক্রীড়া কর্মসূচি নেই, তাই মহাকুমা শাসকের অনুমতি নিয়েই ওখানে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগ মানতে নারাজ। বিজেপির অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূলের শহর সভাপতি ইন্দ্রজিত ধর বলেন, “মিথ্যা অভিযোগ করছে বিজেপি। ইঁটের পাঁচিল ছিল না তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। সামনের একাংশ বন্ধ করা ছিল জালি দিয়ে।” তবে ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে।