সেলেবদের মত করে ঘর সাজাতে চান? মেনে চলুন বেশ কয়েকটি ছোট টিপস

বাংলাহান্ট ডেস্কঃ সিলভার স্ক্রিনের মত পরিপাটি ভাবে ঘর সাজাতে চান। কিন্তু কিছুতেই নিজের ঘরের শোভা বাড়িয়ে তুলতে পারছেন না। নানা পদ্ধতি ব্যবহার করেও, মনের মত করে সেজে উঠছে না আপনার ঘর? চিন্তার কোন কারণ নেই। ঘর সাজানোর সময় আমাদের সকলেরই কিছু না কিছু ভুল হয়ে থাকে। সেগুলো ঠিক করে নিলেই, নিজের মনের মতন ঘর সাজাতে পারবেন। দেখে নিন-

Decorate the House0

পর্দাঃ বাড়িতে পর্দা লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে জানলা বা দরজার থেকে পর্দা কখনই ছোট না হয়ে যায়, বড় হলেই দেখতে ভালো লাগবে। ঘরের রং এবং আসবাবপত্রের রঙের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে ঘরে পর্দা লাগান।

71FtJ9NwLXL. SL1500

ঝাড়বাতিঃ অনেকেই শখ করে বাড়িতে ঝাড়বাতি লাগিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে দেখবেন ঝাড়বাতি যেন বেশি উঁচুতে না হয়ে যায়, তাহলে ঝাড়বাতির আলো ঘরে খেলতে পারবে না। তাই সিলিং থেকে সামান্য দূরত্বে ঝাড়বাতি লাগাতে পারেন।

home decor tips 1536927730

দেওয়ালে ছবিঃ অনেকেই ঘর সাজানোর জন্য দেওয়ালে ছবি লাগাতে পছন্দ করেন। আপনি নিজের ঘরে যেমন খুশি আপনার পছন্দ মত ছবি লাগাতে পারেন। তবে দেখবেন দেওয়ালে ছবি যেন বেশি উঁচুতে না লাগানো হয়ে যায়।

living room rug shelves 7b5d7a52

রংঃ ঘরের রং করার ক্ষেত্রে সঠিক রং চয়ন করুন। অনেক সময় দোকানে দেখতে ভালো লাগলেও, বাড়িতে নিয়ে দেওয়ালে লাগালে তা ফ্যাকাসে হয়ে যায়। তাই দুপ্রকার রং মিশিয়ে একবারে সঠিক রং নিয়ে আসুন বাড়ির জন্য।

home decoration in red 1496638741

আসবাবপত্রঃ ঘরের রঙের সঙ্গে মিলিয়ে আসবাবপত্র নিয়ে আসুন ঘরে। নতুন আসবাবপত্রের রং যদি সুন্দর না হয়, তাহলেও অনেক সময় ঘরের শোভা নষ্ট হয়ে যায়।

Smita Hari

সম্পর্কিত খবর