বাংলাহান্ট ডেস্কঃ সিলভার স্ক্রিনের মত পরিপাটি ভাবে ঘর সাজাতে চান। কিন্তু কিছুতেই নিজের ঘরের শোভা বাড়িয়ে তুলতে পারছেন না। নানা পদ্ধতি ব্যবহার করেও, মনের মত করে সেজে উঠছে না আপনার ঘর? চিন্তার কোন কারণ নেই। ঘর সাজানোর সময় আমাদের সকলেরই কিছু না কিছু ভুল হয়ে থাকে। সেগুলো ঠিক করে নিলেই, নিজের মনের মতন ঘর সাজাতে পারবেন। দেখে নিন-
পর্দাঃ বাড়িতে পর্দা লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে জানলা বা দরজার থেকে পর্দা কখনই ছোট না হয়ে যায়, বড় হলেই দেখতে ভালো লাগবে। ঘরের রং এবং আসবাবপত্রের রঙের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে ঘরে পর্দা লাগান।
ঝাড়বাতিঃ অনেকেই শখ করে বাড়িতে ঝাড়বাতি লাগিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে দেখবেন ঝাড়বাতি যেন বেশি উঁচুতে না হয়ে যায়, তাহলে ঝাড়বাতির আলো ঘরে খেলতে পারবে না। তাই সিলিং থেকে সামান্য দূরত্বে ঝাড়বাতি লাগাতে পারেন।
দেওয়ালে ছবিঃ অনেকেই ঘর সাজানোর জন্য দেওয়ালে ছবি লাগাতে পছন্দ করেন। আপনি নিজের ঘরে যেমন খুশি আপনার পছন্দ মত ছবি লাগাতে পারেন। তবে দেখবেন দেওয়ালে ছবি যেন বেশি উঁচুতে না লাগানো হয়ে যায়।
রংঃ ঘরের রং করার ক্ষেত্রে সঠিক রং চয়ন করুন। অনেক সময় দোকানে দেখতে ভালো লাগলেও, বাড়িতে নিয়ে দেওয়ালে লাগালে তা ফ্যাকাসে হয়ে যায়। তাই দুপ্রকার রং মিশিয়ে একবারে সঠিক রং নিয়ে আসুন বাড়ির জন্য।
আসবাবপত্রঃ ঘরের রঙের সঙ্গে মিলিয়ে আসবাবপত্র নিয়ে আসুন ঘরে। নতুন আসবাবপত্রের রং যদি সুন্দর না হয়, তাহলেও অনেক সময় ঘরের শোভা নষ্ট হয়ে যায়।