বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। এর কারণ হল, গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডের একাধিক স্কিমে দুর্দান্ত রিটার্ন মিলেছে। এমতাবস্থায়, আমরা যদি ২০২২ সালের কথা বলি, সেক্ষেত্রে এই বছর ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের মাল্টিক্যাপ বিভাগ এখনও পর্যন্ত ১৩.৪ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
পাশাপাশি লার্জক্যাপের রিটার্ন হল ৭ শতাংশ। এদিকে, মিডক্যাপ বিভাগ এই বছর বিনিয়োগকারীদের ১০.৬ শতাংশ মুনাফা দিয়েছে। তবে, মিউচুয়াল ফান্ডে ঝুঁকির সম্ভাবনা থাকলেও একটু বুঝে-শুনে বিনিয়োগ করলে এখান থেকেই ভালো পরিমানে লাভ অর্জন করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, মিউচুয়াল ফান্ডের বাজার সম্পর্কে তুলনামূলক কম ধারণা রয়েছে এমন বিনিয়োগকারীদের জন্য, SIP-র মাধ্যমে বিনিয়োগ করা সবচেয়ে ভালো এবং নিরাপদ।
তবে, যেকোনো ফান্ডেই বিনিয়োগ করার আগে সেটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানার চেষ্টা করুন। পাশাপাশি, SIP নির্বাচন করার সময়ে ফান্ডের রেটিং অবশ্যই পরীক্ষা করুন। যেসমস্ত ফান্ডের রেটিং ৪-৫ স্টার থাকে সেগুলিতেই বিনিয়োগ করা ভালো। এই প্রসঙ্গে আর্থিক পরামর্শদাতারা জানিয়েছেন, যেসব বিনিয়োগকারী কোনোরকম “টেনশন” না নিয়ে দীর্ঘমেয়াদে শেয়ারবাজার থেকে ভালো রিটার্ন পেতে চান, তাঁদের অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত।
বাজারের পতন হলে এভাবে ক্ষতি এড়িয়ে যান: মূলত, শেয়ারবাজারে পতন হলে মিউচুয়াল ফান্ডে লোকসান হয়। এমতাবস্থায়, যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন তাঁদের বাজারের দিকে অবশ্যই নজর রাখা উচিত। যদি স্টক মার্কেট তার সর্বোচ্চ থেকে ২০ শতাংশ কমে যায়, সেক্ষেত্রে লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপে পরিবর্তন করা উচিত। এর কারণ হচ্ছে, বড় কোম্পানির শেয়ার ২০-৩০ শতাংশ কমে গেলে ছোট ও মাঝারি কোম্পানির শেয়ার ৫০-৬০ শতাংশ কমে যেতে পারে।
এমতাবস্থায় এগুলো কেনার সুবিধা হল যখনই বাজার আবার ভালো জায়গায় ফিরবে তখন আপনি লাভবান হতে পারেন। এদিকে, যখন বাজার সম্পূর্ণ স্থিতিশীল থাকে, তখন আপনি লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তবে, মনে রাখবেন বেশিসংখ্যক মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা উচিত নয়। কারণ, মিউচুয়াল ফান্ড থেকে অর্থ উপার্জনের জন্য ৫ থেকে ৬ টি স্কিমই যথেষ্ট।
(বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রতিবেদনে উল্লিখিত মিউচুয়াল ফান্ডগুলি একজন আর্থিক পরামর্শদাতার পরামর্শের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। আপনি যদি এর মধ্যে কোনো একটিতে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে প্রথমে একজন সার্টিফায়েড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন। আপনার কোনোরকমের লাভ বা ক্ষতির জন্য বাংলা হান্ট দায়ী থাকবে না।)