৫০ লিটার পেট্রোল-ডিজেল ফ্রি পেতে চান? এখনই জেনে নিন উপায়

বাংলা হান্ট ডেস্ক: পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিতে জর্জরিত সকলে। ইতিমধ্যেই দেশের প্রায় প্রতিটি রাজ্যেই সেঞ্চুরি পার করেছে জ্বালানির দাম। আর ক্রমশ এই দাম বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও। যদিও, গত বছর দীপাবলির সময়, কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের মূল্যে কিছুটা শুল্ক কমালেও এখনও দাম রয়েছে সেঞ্চুরির উপরেই।

এমতাবস্থায়, জনসাধারণের জন্য রয়েছে এবার দারুণ সুখবর! লাগাতার মূল্যবৃদ্ধির জেরে হওয়া এই সমস্যা এবার অনেকটাই লাঘব হতে পারে। কারণ, এখন রয়েছে এক্কেবারে ৫০ লিটার পেট্রোল-ডিজেল একদম ফ্রি পাওয়ার সুযোগ!

আপনি খুব সহজেই এখন IndianOil HDFC Bank Credit Card-এর মাধ্যমে বড় সঞ্চয় করতে পারেন। আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে IOCL-এর আউটলেটগুলিতে “ফুয়েল পয়েন্ট”-এর আকারে পয়েন্ট জমা করতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এই কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করেন, তাহলে আপনি ৫% “ফুয়েল পয়েন্ট” পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হল এই ফুয়েল পয়েন্টগুলি যোগ করে আপনি বছরে ৫০ লিটার পর্যন্ত জ্বালানি পেতে পারেন।

অর্থাৎ, এই কার্ডের মাধ্যমে জ্বালানি কেনার সময়, আপনি “ফুয়েল পয়েন্ট” আকারে ব্যয় করা অর্থের ৫ শতাংশ পাবেন। এক্ষেত্রে, আপনি প্রথম ৬ মাসের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৫০ টি পয়েন্ট পেতে পারেন। পাশাপাশি, ৬ মাস পরে আপনি সর্বোচ্চ ১৫০ টি পয়েন্ট অর্জন করতে পারেন। এমনকি, এই কার্ডের মাধ্যমে ভুসিমাল দোকান এবং বিল পেমেন্ট করার ক্ষেত্রেও আপনি ৫ শতাংশ “ফুয়েল পয়েন্ট” জমা করতে পারেন।সবমিলিয়ে আপনি এই উভয় বিভাগে প্রতি মাসে সর্বাধিক ১০০ টি পয়েন্ট পেতে পারেন।

Petrol news

অন্যান্য বিভাগে, আপনি ১৫০ টাকা খরচ করার জন্য ১ টি “ফুয়েল পয়েন্ট” পাবেন। পেট্রোল পাম্পগুলিতে, এই কার্ড দিয়ে কমপক্ষে ৪০০ টাকার জ্বালানি কিনলে আপনাকে ১ শতাংশ জ্বালানির অতিরিক্ত চার্জ দিতে হবে না। পাশাপাশি, একটি বিলিংয়ে সর্বাধিক ২৫০ টাকার অতিরিক্ত চার্জ মুকুব করা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই কার্ডের যোগদান এবং রিনুয়াল ফি মাত্র ৫০০ টাকা। যদি আপনি এই ক্রেডিট কার্ডটি নিতে চান, তাহলে HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট hdfcbank.com-এ গিয়ে আবেদন করতে পারেন অথবা নিকটস্থ ব্যাঙ্কের শাখায় গিয়েও আবেদন করতে পারেন৷


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর