বাংলাহান্ট ডেস্কঃ আগ্রায় (agra) ইরাদাত নগরের ক্যানারা ব্যাঙ্কে ডাকাতি করার পর পলাতক ছিলেন কুখ্যাত দুস্কৃতি মুকেশ ঠাকুর (mukesh thakur)। যার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। এবার সেই দুস্কৃতিকেই এনকাউন্টারে নিকেশ করল পুলিশ। রবিবার গভীর রাতে এই দুস্কৃতিকে গ্রেফতার করার পর, সে পালাতে গেলেই তাঁকে এনকাউন্টার করা হয়।
রাজস্থানের বেদেটির বাসিন্দা ছিলেন এই মুকেশ ঠাকুর। গত ১৫ ই ফেব্রুয়ারি নিজের গ্যাং নিয়ে ইরাদাত নগর থানার খেদিয়াতে অবস্থিত ক্যানারা ব্যাঙ্কে ডাকাতি করে মুকেশ ঠাকুর। সেই ঘটনার পর তাঁর গ্যাং-র সদস্যদের গ্রেফতার করা হলেও, পলাতক ছিলেন মুকেশ ঠাকুর।
পলাতক থাকায় এই কুখ্যাত দুস্কৃতি মুকেশ ঠাকুরের মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০ হাজার টাকা। তবে রবিবার গভীর রাতে মুকেশ ঠাকুরকে গ্রেফতার করা হয়। কিন্তু অস্ত্র উদ্ধারের সময় পুলিশের পিস্তল ছিনিয়ে তাঁদের উপর আক্রমণ করায়, পুলিশ তাঁর উপর গুলি চালাতে বাধ্য হয়।
এবিষয়ে আইজি নবীন অরোরা জানিয়েছেন, ‘ওয়ান্টেড ক্রিমিনাল মুকেশ ঠাকুরকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। খবর ছিল, কাউকে হত্যা করার চুক্তি নিয়ে অস্ত্রের ব্যবসা করছিল মুকেশ ঠাকুর। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যায়’।
তিনি আরও জানান, ‘সেখানে পুলিশের উপর হামলা করে পালাতে যাবার সময় তাঁর উপর গুলি চালানো হয়। তৎক্ষণাৎ তাঁকে এসএন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেয়। এই ক্রিমিনালের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা’।