অসংখ্য চিটফান্ডের মালিক, ৫০০ কোটি টাকার প্রতারক, মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে

বাংলাহান্ট ডেস্কঃ পঞ্জি স্কিমের কিংপিন এবং কল্পতরু গ্রূপের মালিক জয় কিষান সিং রানা (Jai Kishan Singh Rana) মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। তাঁর ৫০টি চিট ফান্ড এবং একাধিক রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে তিনি মানুষের ৫০০ কোটি টাকার প্রতারণা করেছেন। যাকে ২০১৬ সাল থেকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। শুক্রবার সেই ফেরার ৫০০ কোটি টাকার প্রতারক মাথুরার (Mathura) একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান।

হাসপাতাল সূত্রে খবর, রানা শুক্রবার সকালে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে এই ফেরার প্রতারক জেকে সিং নামে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানেই ভোরে মারা যান তিনি। মথুরার এসএসপি গৌরব গ্রোভার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই মৃত প্রতারক রানার বিরুদ্ধে ৪২০ এবং ৪০৬ নম্বর ধারায় ৪৬ টি মামলা দায়ের ছিল।

Kalptaru Group Owner Jai Kishan Singh Rana Fraud Case In Mathura - कल्पतरु ग्रुप के मालिक पर सैकड़ों करोड़ रुपए की ठगी का आरोप, निवेशक उतरे सड़कों पर | Patrika News

ফারাহ থানার ভারপ্রাপ্ত ওসি রমেশ ভরদ্বাজ জানান, রানা বহু বছর ধরে পলাতক। ২০১৮ সালে তাঁর মাথার দাম ১৫,০০০ টাকা ঘোষণা করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে আদালতেও ২৩টি মামলা দায়ের রয়েছে। পঞ্জি বিনিয়োগ প্রকল্পের (Ponzy Scheme) নামে লোকদের ফ্ল্যাট দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এও জানা যাচ্ছে যে, এই রানা একটি বড় ব্যাংক থেকে অনেক টাকার লোনও নিয়েছিল। কিন্তু তা পরিশোধ করতে না পারায় মাথুরায় তাঁর বাংলো নিলাম করা হয়েছিল।

এমনকি আয়কর বিভাগের কাছেও রানা ৮০ কোটি টাকার ঋণী ছিল। এসপি আরএস রায় জানিয়েছেন, দিল্লির তিস হাজারী আদালতে তার বিরুদ্ধে একটি দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করতে গিয়ে তাঁর জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। অনেক লোক রানার প্রকল্পগুলিতে অর্থ বিনিয়োগ করেছিল এবং এর বিনিময়ে সংস্থাটি তাদের জমি এবং ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই রানার প্রতারণার নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল দেশের একাধিক রাজ্যে।

সম্পর্কিত খবর