শতরান করেও দলকে জেতাতে পারেননি যারা

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের কোটিপতি লিগ, এককথায় যা পরিচিত আইপিএল নামে। ২০০৮ থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রথম মরশুম থেকেই অজস্র কীর্তিকলাপ ভাঙা গড়ার খেলা চলছে এই প্রতিযোগিতায়। অনেকেই কোটিপতি লিগে পারফরম্যান্সের সুবাদে নায়ক এর সম্মান পেয়েছেন। যেমন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক চলতি মরশুমের প্রথম ম্যাচে দুরন্ত শতরান করে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। তবে শতরান করলেও পঞ্জাব কিংস এর সঙ্গে ওই ম্যাচ জেতাতে ব্যর্থ হন সঞ্জু। তবে সঞ্জু প্রথম নন, এর আগে বেশ কয়েক জন ব্যাটসম্যান শতরান করেও দলকে জেতাতে পারেননি। এক ঝলকে দেখে নেয়া যাক এমন কয়েকজন ব্যাটসম্যানের তালিকা

 

১) ঋদ্ধিমান সাহা: ২০১৪ আইপিএল ফাইনাল। খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ১৯৯ রান তোলে প্রীতি জিন্টার দল। সৌজন্যে ছিল ঋদ্ধির অপরাজিত ১১৫ রানের ইনিংস। শতরান করেও দলকে জেতাতে পারেননি বাংলার এই ক্রিকেটার। তিন বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেয় কেকেআর।

 

২) অ্যান্ড্রু সাইমন্ডস: আইপিএলের প্রথম সংস্করণে অন্যতম দামি খেলোয়াড় ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ব্যাট হাতেও নিরাশ করেননি ডাকাবুকো এই অস্ট্রেলিয়ান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৫৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। গ্রেম স্মিথের ব্যাটিং বিক্রমে জিতে নেয় রাজস্থান রয়্যালস।

 

৩) ঋষভ পন্থ: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। ঝড়ো ইনিংস খেলার জন্য ইতিমধ্যেই ক্রিকেট সমালোচকদের নজর টেনেছেন পন্থ। ২০১৮ আইপিএলে এমনই এক ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে দিল্লির ১৮৮ রানের মধ্যে ১২৮ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে দুরন্ত ইনিংস খেললেও দলকে হারের মুখ থেকে বের করতে পারেননি তিনি।

 

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর