‘হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের কড়া শাস্তি দেওয়া হোক’, ট্যুইটে আর্জি ইমরান খানের

   

বাংলাহান্ট ডেস্কঃ কড়া মুডে পাক সরকার ইমরান খান (imarn khan)। হজরত মহম্মদের অপমানকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়ে ইউরোপীয় রাষ্ট্রনায়কদের উদ্দেশে ট্যুইট করলেন ইমরান খান। ফ্রান্সের ‘শার্লি এবদো’-তে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে পাকিস্তান।

ফ্রান্সে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরান খানের ‘তহরিক-ই-ইনসাফ’ সরকার টিএলপির সঙ্গে চুক্তি করে অভিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবি জানিয়েছিল। পাশাপাশি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয়ে ইসলামাবাদ।

PM Imran Khan about to take important decisions

এই ঘটনা বিরুদ্ধে ফেব্রুয়ারির মধ্যে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েও, শেষ পর্যন্ত তা করেনি ফ্রান্স সরকার। বর্তমানে এই বিষয়ে এবার কড়া মুডে পাক সরকার। ইমরান খান আবেদন জানিয়েছেন, ইউরোপের দেশগুলিতে যে বা যাঁরা মহম্মদের অপমান করছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

ভবিষ্যতে হজরত মহম্মদকে অপমান করলে, তাদের শাস্তির দাবি করে একাধিক ট্যুইট করেন ইমরান খান। তিনি লেখেন, ‘ইউরোপে গণহত্যা করলে যেমন কঠিন শাস্তি দেওয়া হয়, তেমনই মহম্মদকে অপমান করলেও একই শাস্তি দেওয়া হোক। বাক স্বাধীনতার নামে অনেক পাশ্চাত্য রাষ্ট্র এবং চরম ডানপন্থী সংগঠন মহম্মদকে অপমান করছে। এই ধরণের কাজকর্ম মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। এই ধরণের কাজ করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর