বাংলা হান্ট ডেস্ক :শিরোনাম দেখে নিশ্চয়ই কেই তা প্রশ্ন উঠতেই পারে। কে তিনি? যাঁকে গোটা দিল্লিবাসী খুঁজছে? হ্যাঁ এমন প্রশ্নের উত্তরটা ঠিক এমনই হবে আর তিনি হলেন গৌতম গম্ভীর। বর্তমানে দিল্লির বেশ কয়েকটি গাছে তাঁর ছবি সাঁটিয়ে নিচে লাল কালিতে বড় বড় করে লেখা হয়েছে এই কথাটিই। তবে শেষ বার কিন্তু রেখা দেখা গেল? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান সংসদ গৌতম গম্ভীর ইন্দোরে ভারত এবং বাংলাদেশের ম্যাচ চলাকালীন কমিটির পদে ছিলেন, তাই উপস্থিত না থাকতে পারার জন্য দিল্লির আপ দলের তার প্রতি একটু ক্ষোভ জন্মেছে।
আর তাই শুক্রবার গম্ভীরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ভারতের আরও এক কিংবদন্তি ক্রিকেটার তথা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ। তার পরেইআপ দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইন্দোরে কমেন্ট্রি বক্সে সে মজা না দেখে বায়ুদূষণ সংক্রান্ত বৈঠকে থাকা অত্যন্ত জরুরি ছিল বলে জানিয়েছেন।
তবে এমন কটাক্ষের মুখোমুখি হয়ে কোনও ভাবেই ছেড়ে দেননি গৌতম গম্ভীর তাই তো আপ দলকে বিঁধে তিনি টাকা রোজগারের জন্য রাজনীতিতে আসেননি, খেটে রোজগার করতে বিশ্বাস রাখি এমনই মন্তব্য করেছিলেন। তবে গৌতম গম্ভীরের এই মন্তব্যের জেরেই আরও এক আপ সাংসদ মন্তব্য করেন, আমাদের সাংসদ জানিয়েছেন তিনি খেটে রোজগার করাতে বিশ্বাস রাখেন আর একজন সাংসদ হিসেবে তিনি কিন্তু বেতন পান।
আসরে গত কয়েক দিনে বিশেষ করে দিওয়ালির পর থেকে দিল্লির দূষণ যে ভাবে বেড়ে গিয়েছে তাতে পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে। ক্রমশই বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়েছে, আর তা নিয়েই চিন্তা প্রকাশ করেছে দিল্লির রাজনৈতিক দলগুলি। আর দূষণ সংক্রান্ত সেই বৈঠকেই গৌতম গম্ভীরের অনুপস্থিতির জেরেই এই পোস্টার সাঁটানো হয়েছে বলে সূত্রের খবর।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর